আগামী সংসদ নির্বাচনের জন্য নিজেকে প্রস্তুত করছেন কনকচাঁপা

আগামী সংসদ নির্বাচনের জন্য নিজেকে প্রস্তুত করছেন কনকচাঁপা

নিজস্ব প্রতিবেদক

Published : ২৩:২২, ২১ নভেম্বর ২০২৪

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য নিজেকে প্রস্তুত করছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) আসনে বিএনপি থেকে নির্বাচন করবেন তিনি। তাইতো স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় বৈঠকও করছেন তিনি।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে দেওয়া একটি গণমাধ্যমকে এসব কথা জানান কনকচাঁপা নিজেই। কনকচাঁপা বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য পদেও রয়েছেন।

গত ১৫ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকার তাকে তিন বছরের জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের ট্রাস্ট্রি বোর্ডের মেম্বার নিযুক্ত করেছে।

কনকচাঁপা বলেন, আমি অবশ্যই নির্বাচন করবো, নমিনেশন কিনবো, দল মনোনয়ন দেবে কিনা সেটা দলের ব্যাপার। ৫ তারিখের আগে কেউ কোনো কাজ করতে পারিনি। আওয়ামী লীগ সরকার আমলে আমি কোনো ফোন ব্যবহার করতে পারতাম না। সিমকার্ড ঢোকানোর সঙ্গে সঙ্গেই তা ব্লক করা হতো। সব জায়গা থেকে আমাকে নিগৃহীত করা হয়েছে। আগামী নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে আমি কাজ শুরু করেছি। এলাকার মানুষের সাঙ্গে যোগাযোগ করা শুরু করেছি। আমার বাসাতেও দলীয় নেতাদের নিয়ে দফায় দফায় বৈঠক করেছি। এসব বৈঠকে নেতাকর্মীরা আমাকে স্বতঃস্ফূর্ত সমর্থন জানিয়েছে। কাজিপুর ও সিরাজগঞ্জবাসীর সমর্থন এবং দল যদি আমাকে মনোনয়ন দেয় আমি নির্বাচনে নিশ্চয়ই অংশগ্রহণ করবো। আমি খুব শীঘ্রই এলাকায় ফিরবো।

কনকচাঁপা আরও বলেন, ‘মিথ্যাচার মুক্ত বাংলাদেশ চাই’ এই শ্লোগানকে সামনে রেখে আমাদের দেশ গড়ার কাজে অংশ নিতে হবে। এলাকার মানুষের উন্নয়নে কাজ করতে চাই। এ জন্য দেশবাসীর কাছে দোয়াও চাই।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement