আন্তর্জাতিক মানিবাধিকার দিবসে ছাত্রদলের মানববন্ধন
Published : ১৫:০৮, ১০ ডিসেম্বর ২০২৪
আন্তর্জাতিক মানিবাধিকার দিবসে গোপালগঞ্জে গুমের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের মুক্তি ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। সরকারী বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রদল এ কর্মসূচী পালন করে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ১২টায় সরকারী বঙ্গবন্ধু কলেজ গেটের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বিগত ১৬ বছর ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা ছাত্রদলের নেতাকর্মীদের গুম-খুন করে মানবাধিকার লঙ্ঘন করছে। গুম খুনের ঘটনার জন্য শেখ হাসিনার বিচার হওয়া দরকার। তা না হলে দেশে মানবাধিকার স্থাপন হবে না।
বিডি/ও