টাঙ্গাইলে বিএনপি’র বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা

টাঙ্গাইলে বিএনপি’র বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা

টাঙ্গাইল প্রতিনিধি:

Published : ১৯:৩১, ১৮ ডিসেম্বর ২০২৪

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাষ্ট্রকাঠামো নির্মাণে বিএনপির ৩১ দফা কর্মশালা টাঙ্গাইলে অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে জেলা বিএনপি’র উদ্যোগে পৌর উদ্যোনে এ কর্মশালা শুরু হয়।

বিকেল ৩টার দিকে ভার্চুয়্যালে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এতে প্রধান বক্তা ছিলেন বিএনপি’র মিডিয়া সেলের প্রধান মওদুদ হোসেন। 

জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে কর্মশালার সঞ্চালনা করেছেন বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, বিএনপি’র ঢাকা বিভাগীর সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো, বিএনপি’র সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদ সোরহাব, বিএপিরসহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহেনা আক্তার রানু, বিএনপির কার্যনির্বাহী সদস্য ওবায়দুল হক নাসির ও বিথিকা বিনতে হোসাইন ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ।

এর আগে সকাল থেকেই পৌর উদ্যোনে বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা আসতে থাকে। কর্মশালায় কার্ডধারী প্রায় ২ হাজার নেতাকর্মী অংশ নেন।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement