খাগড়াছড়িতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খাগড়াছড়িতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি:

Published : ২০:২৬, ১ জানুয়ারি ২০২৫

বর্ণাট্য আয়োজনে ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খাগড়াছড়িতে পালন করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী।

বুধবার (১ জানুয়ারি)  দুপুরের দিকে শহরের টাউনহল প্রাঙ্গনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে এক বর্ণাট্য শোভাযাত্রা বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদিক্ষন শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে স্মৃতি ভাস্কর্যে পুস্পমাল্য অর্পণ করা হয়। 

খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি শাহদুল হোসেন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া। 

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক এড. মালেক মিন্টু, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নুরশাদ হোসেন বাপ্পি, সাংগঠনিক সম্পাদক একরমান হোসেন রানাসহ বিভিন্ন উপজেলা থেকে আগত ছাত্রদলের নেতাকর্মী সমাবেশে বক্তব্য রাখেন।

সমাবেশে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম ভূঁইয়া, সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল আলম জাহিদ, জেলা পরিষদ সদস্য সাথোইপ্রু মারমা। জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নূর মোহাম্মদ হৃদয়।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement