জাপার ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রংপুরে বর্ণাঢ্য র্যালী
Published : ২২:০৮, ১ জানুয়ারি ২০২৫
জাতীয় পার্টি বাংলাদেশে পরমত সহিষ্ণু রাজনীতির ধারক ও বাহক বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
বুধবার (১ জানুয়ারি) বিকালে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ে র্যালীর উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোস্তফা বলেন, জাতীয় পার্টি বাংলাদেশে পরমতসহিষ্ণু রাজনীতির ধারক ও বাহক এবং উন্নত ও আধুনিক বাংলাদেশের রূপকার। দুর্নীতি ও ফ্যাসিবাদমুক্ত রাজনীতির চর্চার চারণক্ষেত্র বানিয়ে ছিলেন জাপার প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। জাতীয় পার্টিকে বাদ দিয়ে বাংলাদেশ পুনর্গঠনের সুযোগ নেই।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন লেবু, যুগ্ম মহাসচিব আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন ও হাসানুজ্জামান নাজিম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক
জাহিদুল ইসলাম প্রমুখ।
মহানগর ও জেলা জাতীয় পার্টি আয়োজিত বর্ণাঢ্য র্যালীটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এতে দলেল নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বিডি/ও