৮ মাসে কোরআনে হাফেজ হলেন ৮ বছরের ওমর
Published : ২০:৩৫, ২৩ নভেম্বর ২০২৪
সাধারণত হেফজ বিভাগের একজন শিক্ষার্থীকে পুরো পবিত্র কোরআন মুখস্থ করতে দুই থেকে তিন বছর সময় লাগে। তবে ৮ বছর বয়সী মোহাম্মদ ওমর ফারুক একটু ব্যতিক্রম। মাত্র ৮ মাসে পুরো কোরআন মুখস্থ করেছে সে, যা রীতিমতো অবাক করেছে তার শিক্ষক ও অভিভাবকদের।
জানা গেছে, মোহাম্মদ ওমর ফারুক গত ২০২৩ সালের সেপ্টেম্বরে কোরআন মুখস্থ করা শুরু করে। পরে ৮ মাসেই তা শেষ করে বিস্ময়কর এই প্রতিভা।
মুহাম্মদ ওমর ফারুকের শিক্ষকরা জানান, সে প্রথমে দুই থেকে তিন পৃষ্ঠা সবক দেওয়া শুরু করে। এরপর কখনো পাঁচ পৃষ্ঠা, আবার কখনো ১০ পৃষ্ঠা করে সবক দিতো। সবাই যখন বিকালে খেলাধুলা করতো, তখন রুমে বসেই পড়তো মোহাম্মদ ওমর ফারুক। যেদিন হাফেজ হয়, সেদিনও যথারীতি তাকে পড়তে দেখেন তারা।
বিস্ময়কর ও প্রখর মেধাবী এই মোহাম্মদ ওমর ফারুক লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। সে উপজেলার জিয়া উদ্দিন (রানার) ছেলে।
গণমাধ্যমকে হাফেজ মুহাম্মদ ওমর ফারুক জানান, ৮ মাসে পুরো কোরআন মুখস্থ করতে পেরে নিজেও খুশি। বড় হয়ে অনেক বড় আলেম হতে চায় সে।
মুহাম্মদ ওমর ফারুকের বাবা জিয়া উদ্দিন বলেন, আমি একজন ব্যবসায়ী। আমার ছেলের (ওমরের) মায়ের অনেক আশা ছিল তার ছেলে হাফেজ হবে। সেই ইচ্ছা সে পূরণ করেছে। তাই কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহর প্রতি ও ছেলের শিক্ষকদের প্রতি।
মাদ্রাসার পরিচালক মাওলানা শাহাদাত হোসাইন জামিল গণমাধ্যমকে বলেন, আল্লাহপাক কবুল করেছেন বলেই মাত্র ৮ মাসে পবিত্র কোরআন মুখস্থ করতে পেরেছে মুহাম্মদ ওমর ফারুক। এত অল্প সময় কোরআন মুখস্থ করা সাধারণ কোনো বিষয় নয়। এটা মাদ্রাসার জন্যও গর্বের।
বিডি/এন