যেকারণে ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার পেলো নেলসন মসজিদ

যেকারণে ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার পেলো নেলসন মসজিদ

আন্তর্জাতিক ডেস্ক

Published : ২৩:০১, ৩০ নভেম্বর ২০২৪

নেলসন কমিউনিটি মসজিদকে নারীদের প্রতি অসাধারণ সেবার জন্য ব্রিটিশ বিকন মসজিদ অ্যাওয়ার্ডস-২০২৪ এ সম্মানিত করা হয়েছে। নেলসন কমিউনিটি মসজিদ ইস্ট ল্যাঙ্কাশায়ারের ব্র্যাডশপাড়া এলাকায় অবস্থিত। আলোচিত এই মসজিদ নারীদের ক্ষমতায়ন এবং তাদের সেবায় অসাধারণ অবদানের জন্য ব্রিটিশ বিকন মসজিদ অ্যাওয়ার্ডস ২০২৪-এ ‘বেস্ট উইমেন’স সার্ভিস’ পুরস্কার জয় করেছে।

মুসলিম কমিউনিটিসহ বিদেশে এই পুরস্কারকে বেশ সম্মানের চোখে দেখা হয়। মর্যাদাপূর্ণ পুরস্কার এই পুরস্কার যুক্তরাজ্যের মসজিদ, মাদরাসা, ইমাম, আলেম এবং স্বেচ্ছাসেবকদের মধ্যে প্রদান করা হয়।

১১ ক্যাটাগরিতে বিজয়ী নির্বাচন করা হয়, অনলাইনে প্রাপ্ত ৬০ হাজারের বেশি ভোট থেকে স্বাধীন বিচারকদের মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয়।

পুরস্কারপ্রাপ্ত মসজিদটি বিশেষভাবে নারীদের জন্য তৈরি বিভিন্ন ধরনের সেবার জন্য প্রশংসিত। এর মধ্যে রয়েছে- শিক্ষা কর্মশালা, স্বাস্থ্য সচেতনতা সেশন, পরামর্শ সেবা এবং আধ্যাত্মিক উন্নতির সুযোগ। তাদের আরেকটি গুরুত্বপূর্ণ পরিষেবা হলো- গঠনমূলক কোরআন এবং ফিকহ ক্লাস, যা তিন শতাধিক নারীকে প্রশিক্ষিত করেছে এবং তাদের নিজেদের ইমান ও দাওয়াত শেয়ার করার আত্মবিশ্বাস গড়ে তুলতে সহায়তা করেছে।

আধ্যাত্মিক এবং সামাজিক উন্নতির পাশাপাশি, নেলসন কমিউনিটি মসজিদ সমাজসেবা ক্ষেত্রেও একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। তাদের ফুড ব্যাংক উদ্যোগ সম্প্রতি ৪০০ এরও বেশি নারীকে সহায়তা করেছে, যার মধ্যে ২২৫ জন একক মা অন্তর্ভুক্ত রয়েছেন। পারিবারিক প্রোগ্রাম- যেমন প্যারেন্টিং কর্মশালা, বিবাহ পরামর্শ এবং পারিবারিক কল্যাণল সেবা নারীদের পরিবারে সঠিক সম্পর্ক গড়ে তুলতে সহায়ক সেবা প্রদান করেছে।

ফেইথ অ্যাসোসিয়েটসের প্রধান নির্বাহী শওকত ওয়ারইচ মসজিদের এই অর্জনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘নেলসন কমিউনিটি মসজিদ নারীদের সেবার ক্ষেত্রে অসাধারণ উৎসর্গের পরিচয় দিয়েছে। এই বছরের ব্রিটিশ বিকন মসজিদ অ্যাওয়ার্ডসের জন্য ৬০ হাজারের বেশি ভোট প্রদান করা হয়েছে এবং বিচারকদের কঠিন সিদ্ধান্তের পর, এই পুরস্কারটি ওই অসাধারণ কাজের জন্য প্রশংসা হিসাবে গণ্য করা হয়। এটি উৎসাহজনক যে ব্রিটিশ মসজিদগুলো উদাহরণ সৃষ্টি করছে, সমাজের গুরুত্বপূর্ণ সমস্যা মোকাবেলা করছে এবং মুসলিমদের একত্রিত করছে।’

উদ্ভাবনী এবং অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি দ্বারা নেলসন কমিউনিটি মসজিদ সমাজের নারীদের জন্য সমর্থনের একটি দৃষ্টান্ত হয়ে উঠেছে এবং অন্যদের জন্য একটি মডেল স্থাপন করেছে।

ব্রিটিশ বিকন মসজিদ অ্যাওয়ার্ডসে এর স্বীকৃতি নারীর ক্ষমতায়ন এবং বৃহত্তর সম্প্রদায়ের মধ্যে ঐক্য সৃষ্টির জন্য তার প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement