যেসব ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করেন
Published : ০০:০৫, ১১ ডিসেম্বর ২০২৪
ফেরেশতাদের একটি কাজ হচ্ছে মুমিনদের জন্য দোয়া করা। পৃথিবীতে এমন কিছু সৌভাগ্যবান মানুষ রয়েছেন, যাদের জন্য ফেরেশতারা দোয়া করে থাকেন। এ বিষয়ে পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘যারা আরশ বহনে রত এবং যারা তার চতুষ্পার্শ্বে ঘিরে আছে, তারা তাদের রবের পবিত্রতা ও মহিমা ঘোষণা করে প্রশংসাসহ এবং তাতে বিশ্বাস স্থাপন করে। আর তারা মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে, হে আমাদের রব, তোমার দয়া ও জ্ঞান সর্বব্যাপী। অতএব যারা তওবা করে এবং তোমার পথ অবলম্বন করে তুমি তাদের ক্ষমা করো এবং জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো।’
কোরআনে আল্লাহ বলেন, ‘আকাশ ওপর থেকে ফেটে পড়ার উপক্রম হয় আর ফেরেশতারা তাদের পালনকর্তার প্রশংসাসহ পবিত্রতা বর্ণনা করে এবং দুনিয়াবাসীদের জন্যে ক্ষমা প্রার্থনা করে। শুনে রাখো, আল্লাহ ক্ষমাশীল, পরম করুণাময়।’ (সুরা শুরা ৫)
নবীজি বিভিন্ন সময়ে এমন কিছু ব্যক্তির কথা উল্লেখ করেছেন যাদের আমলের কারণে ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন। তারা হলেন-
প্রথম কাতারে নামাজ আদায়কারী
একদিন রসুলুল্লাহ (স.) (তার সামনে উপস্থিত সাহাবাদের লক্ষ করে) বললেন, যারা প্রথম কাতারে নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাদের প্রতি রহমত বর্ষণ করেন, ফেরেশতারাও তাদের জন্য রহমতের দোয়া করেন। (তার এ কথা শুনে) সাহাবিরা বললেন, যারা দ্বিতীয় কাতারে নামাজ পড়ে তাদের জন্যও (দোয়া করুন)।
রসুলুল্লাহ (স.) আবার বললেন, যারা প্রথম কাতারে নামাজ পড়ে আল্লাহ তাআলা তাদের প্রতি রহমত বর্ষণ করেন, ফেরেশতারাও তাদের জন্য রহমতের দোয়া করেন। তখন সাহাবিরা বললেন, যারা দ্বিতীয় কাতারে নামাজ পড়ে তাদের জন্যও (দোয়া করুন)।
রসুলুল্লাহ (স.) আবার বললেন, যারা প্রথম কাতারে নামাজ পড়ে আল্লাহ তাআলা তাদের প্রতি রহমত বর্ষণ করেন, ফেরেশতারাও তাদের জন্য রহমতের দোয়া করেন। তখন সাহাবিরা বললেন, যারা দ্বিতীয় কাতারে নামাজ পড়ে তাদের জন্যও (দোয়া করুন)।
(তাদের কথা শুনে চতুর্থবার) রসুলুল্লাহ (স.) বললেন, এবং যারা দ্বিতীয় কাতারে নামাজ পড়ে তাদের প্রতিও (রহমত বর্ষণ করেন)’। (মুসনাদে আহমদ: ২২২৬৩)
কাতারের ডান দিকে দাঁড়ানো ব্যক্তি
হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, রসুলুল্লাহ (স.) বলেছেন, ‘যারা কাতারের ডান দিকে দাঁড়ায়, আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষণ করেন, ফেরেশতারা তাদের জন্য রহমতের দোয়া করেন।’ (সহিহ ইবনে হিব্বান: ২১৬০, সুনানে কুবরা, বায়হাকি: ৩/১০৩, হাদিসটি সহিহ)
জামাতে নামাজ পড়ে স্বস্থানে বসে থাকা ব্যক্তি
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রসুলুল্লাহ (স.) বলেছেন, ‘(মসজিদে) জামাতের সঙ্গে নামাজ পড়ার সওয়াব বাজারে কিংবা বাড়িতে একা নামাজ পড়ার চেয়ে ২৫ বা ২৭ গুণ বেশি। কারণ, যখন কোনো ব্যক্তি উত্তমরূপে অজু করে নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসে এবং একমাত্র নামাজের নিয়তেই মসজিদে আসে, তখন মসজিদে প্রবেশ করা পর্যন্ত প্রত্যেক কদমের বিনিময়ে তার একটি করে মর্যাদা বৃদ্ধি করা হয় এবং একটি করে পাপ মোচন করা হয়।
মসজিদে প্রবেশ করার পর যতক্ষণ নামাজ তাকে (মসজিদে) আটকে রাখে, ততক্ষণ সে নামাজের মধ্যেই থাকে (অর্থাৎ ততক্ষণ সে নামাজের সওয়াব পেতে থাকে) এবং নামাজ পড়ে যতক্ষণ সে স্বস্থানে বসা থাকে, ততক্ষণ ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। তারা বলতে থাকে, হে আল্লাহ, তার প্রতি দয়া করুন। হে আল্লাহ, তাকে ক্ষমা করুন। হে আল্লাহ, তার তওবা কবুল করুন। (তারা এসব দোয়া করতেই থাকে) যতক্ষণ পর্যন্ত সে কাউকে কষ্ট না দেয় এবং তার অজু নষ্ট না হয়’। (বুখারি ২১১৯, মুসলিম ৬৪৯)
মানুষকে কল্যাণকর কথা শেখানো ব্যক্তি
হজরত আবু উমামাহ (রা.) থেকে বর্ণিত, রসুলুল্লাহ (স.) বলেছেন, তোমাদের মধ্যকার সাধারণ কারো ওপর আমার মর্যাদা যেমন, একজন আবেদের ওপর একজন (সত্যিকারের) আলেমের মর্যাদা ঠিক তেমন। এরপর বলেন, আল্লাহ তাআলা ওসব লোকদের ওপর রহমত বর্ষণ করেন, যারা মানুষকে কল্যাণকর কথা শিক্ষা দেয়, ফেরেশতারা এবং আসমান-জমিনের সকল বাসিন্দা, এমনকি গর্তের পিঁপড়া এবং পানির মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে। (তিরমিজি ২৬৮৫)
মুসলিম ভাইয়ের জন্য দোয়া প্রার্থনাকারী
হজরত আবু দারদা (রা.) থেকে বর্ণিত হাদিসে রসুলুল্লাহ (স.) বলেছেন, যখন কোনো মুসলিম তার ভাইয়ের জন্য তার পশ্চাতে দোয়া করে, তখন তার (মাথার কাছে নিযুক্ত) একজন ফেরেশতা তাকে লক্ষ্য করে বলে, তোমার জন্যও এমনই হোক। (মুসলিম ২৭৩২)
অন্য বর্ণনায় এসেছে, কোনো মুসলিম তার ভাইয়ের অবর্তমানে তার জন্য নেক দোয়া করলে তা কবুল হয়। তার মাথার কাছে একজন ফেরেশতা নিয়োজিত থাকে, যখনই সে তার ভাইয়ের জন্য দোয়া করে, তখনই ওই ফেরেশতা বলেন, ‘আমিন! তোমার জন্যও এমনই হোক। (মুসলিম ২৭৩২)
প্রতিদিন অল্পকিছু হলেও সদকা করা ব্যক্তি
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রসুলুল্লাহ (স.) বলেছেন, প্রতিদিন সকালে দুজন ফেরেশতা (আসমান থেকে) অবতরণ করেন। তাদের একজন বলেন, হে আল্লাহ, যে দান করে তাকে তার দানের উত্তম প্রতিদান দিন আর অপরজন বলেন, হে আল্লাহ, যে দান করে না, তাকে ধ্বংস করে দিন। (বুখারি ১৪৪২; মুসলিম ১০১০)
সেহরি খান যিনি
রসুলুল্লাহ (স.) ইরশাদ করেছেন, ‘যারা সেহরি খায়, আল্লাহ তাদের ওপর রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারাও তাদের জন্য রহমতের দোয়া করেন।’ (ইবনে হিব্বান ৩৪৬৭)
মুসনাদে আহমদে হজরত আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত অন্য হাদিসে এসেছে, রসুলুল্লাহ (স.) বলেছেন, সেহরি পুরোটাই বরকত। অতএব তোমরা সেহরি খাওয়া ছেড়ো না, এক ঢোক পানি হলেও পান করো। কারণ, যারা সেহরি খায়, আল্লাহ তাআলা তাদের প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারাও তাদের জন্য রহমতের দোয়া করেন। (মুসনাদে আহমদ ১১১০১)
অসুস্থ মুসলিমকে দেখতে যাওয়া ব্যক্তি
কোনো মুসলিম যদি অন্য কোনো (অসুস্থ) মুসলিমকে সকাল বেলা দেখতে যায়, সন্ধ্যা পর্যন্ত ৭০ হাজার ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। আর যদি সন্ধ্যায় যায়, তাহলে সকাল পর্যন্ত ৭০ হাজার ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। আর জান্নাতে তার জন্য আহরিত ফল নির্ধারিত হবে। (তিরমিজি ৯৬৭)
দরুদ পাঠকারী
রসুলুল্লাহ (স.) বলেছেন, যখনই কেউ আমার ওপর দরুদ পড়ে, যতক্ষণ দরুদ পড়ে ততক্ষণ ফেরেশতারাও তার জন্য রহমতের দোয়া করতে থাকে। অতএব কেউ কম পড়তে পারে আবার বেশিও পড়তে পারে। (মুসনাদে আহমদ ১৫৬৮৯)
অজুসহ ঘুমানো ব্যক্তি
হজরত আব্দুল্লাহ বিন ওমর (রা.) থেকে বর্ণিত, রসুলুল্লাহ (স.) বলেছেন, যে ব্যক্তি রাতে পবিত্র অবস্থায় (অজু সহকারে) ঘুমায়, একজন ফেরেশতা তার গায়ের সঙ্গে লেগে থাকা কাপড়ের ভেতরে অবস্থান করে। রাতে সে যখনই জাগ্রত হয়, ওই ফেরেশতা তার জন্য দোয়া করে বলে, হে আল্লাহ, আপনি আপনার এ বান্দাকে ক্ষমা করে দিন। সে পবিত্র অবস্থায় রাত কাটাচ্ছে। (ইবনে হিব্বান ১০১৫)
বিডি/এন