চার ম্যাচের সবগুলোতেই হারলো ঢাকা
Published : ১৬:৫৯, ৭ জানুয়ারি ২০২৫
বিপিএলে প্রথম চার ম্যাচের সবগুলোতেই হারলো ঢাকা ক্যাপিটাল। পয়েন্ট টেবিলে সবার নিচে তারা। আজ মঙ্গলবার সিলেটে নিজেদের চতুর্থ ম্যাচে রংপুরের বিপক্ষে ১১১ রানে অল আউট হয়ে যায় রাজধানীর দলটি। জবাবে ৪০ বল হাতে রেখে ৭ উইকেটের জয় তুলে নেয় রংপুর।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই হয়েছিল ঢাকার। ৩ ওভারে রান আসে ২৮। চতুর্থ ওভারের প্রথম বলেই আউট হয়ে যান হাবিবুর রহমান। দ্বিতীয় উইকেট পড়ে ৫৪ রানে, ৬ষ্ঠ ওভারের শেষ বলে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে হারাতে স্বাভাবিক খেলাই যেন ভূলে যান ঢাকার ব্যাটাররা। বাকি উইকেটগুলো পড়ে ৬২, ৭০ (২ উইকেট), ৭৪, ৯৭, ৯৮, ১০৫ এবং ১১১ রানে। ঢাকার ইনিংসের স্থায়িত্ব ছিল ১৬.৩ ওভার।
দলটির পক্ষে হাবিবুর রহমান ১৪, জেসন রয় ১৮, তানজিদ ২০, লিটন ৯, সাব্বির ২, থিসারা শূন্য, মোসাদ্দেক ১২, আলাউদ্দিন বাবু ১৬, আমির হামজা শূন্য, মুকিদুল ২ (অপরাজিত) এবং মোস্তাফিজ ১ রান করেন। ১৭ আসে অতিরিক্ত থেকে।
রংপুরের পক্ষে ৪ ওভারে ২১ রান খরচায় নাহিদ রানা নেন তিন উইকেট। দুই উইকেট নেন আকিফ জাভেদ এবং খুশদিল শাহ। একটি করে উইকেট পান মেহেদী হাসান, ইফতেখার আহমেদ এবং কামরুল ইসলাম। সাইফুদ্দিন ২ ওভারে ২৩ রান দিলেও কোনো উইকেট পাননি।
১১২ রানের লক্ষ্যে পৌঁছতে মোটেও বেগ পেতে হয়নি পয়েন্ট টেবিলের শীর্ষ দল রংপুরকে। এবার তারা দুর্দান্ত খেলছে। এখন পর্যন্ত অপরাজিত আছে রংপুর, পাঁচ ম্যাচের সবগুলোতেই জিতেছে তারা, ঠিক তাদের উল্টো পথে ঢাকা।
রংপুর রাইডার্সের পক্ষে ওপেনার আজিজুল হাকিম ৫ রান করে আউট হলেও অন্যপ্রান্তে অ্যালেক্স হেলস খেলেন ২৭ বলে ৪৪ রানের ইনিংস। সাইফ করেন ১৩ রান। ইফতেখার এবং খুশদিল ৯ এবং ২৭ রানে অপরাজিত থাকেন। ৩ উইকেট হারিয়ে ১৩/২ ওভারে রংপুর তুলে ১১৩ রান। তাতে ৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে নুরুল হাসান সোহানের দল।
ম্যান অব দি ম্যাচ হয়েছেন নাহিদ রানা।
ঢাকার পক্ষে মোস্তাফিজ, আলাউদ্দিন বাবু এবং মোসাদ্দেক হোসেন একটি করে উইকেট নেন।
বিডি/এন