ক্রিকেটারের ওপর টাকার বৃষ্টি ঝরালেন ‘পাগলা ফ্যান’

ক্রিকেটারের ওপর টাকার বৃষ্টি ঝরালেন ‘পাগলা ফ্যান’

ক্রীড়া ডেস্ক

Published : ১৫:২৩, ৮ জানুয়ারি ২০২৫

খেলা চলাকালে প্রায়শই সমর্থকদের মাঠে প্রবেশ করতে দেখা যায়। হয়তো একটা ছবি তুলতে বা প্রিয় খেলোয়াড়কে কাছ থেকে দেখতে, জড়িয়ে ধরতে নিরাপত্তাকর্মীদের চোখে ধুলো দিয়ে তারা মাঠে ঢুকে নিজেদের স্বপ্নপূরণ করেন।

তবে ভারতের মহারাষ্ট্রে এবার যা ঘটেছে, যা আপনি কখনো দেখেননি। ছত্রপতি শিবাজি মহারাজ ময়দানে সাত ওভারের এক ম্যাচ চলাকালে মাঠে ঢুকে এক ক্রিকেটারের ওপর রীতিমত টাকার বৃষ্টি ঝরিয়েছেন এক দর্শক। স্থানীয় ম্যাচ হওয়ায় নিরাপত্তা নিয়ে তেমন কড়াকড়ি ছিল না। সেই সুযোগেই এমন কাণ্ড ঘটান সেই দর্শক।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ জানিয়েছে, ম্যাচে পবন ও ফারদিন নামের দুই ক্রিকেটার ব্যাট করছিলেন। শুরুতেই ২ উইকেট পড়ে যাওয়ার পরেও এই দুজনের ব্যাটে চড়ে ৬ ওভারে ৮৪ রান তোলে তাদের দল। এর মধ্যে পবন করেন মাত্র ৯ বলে ৩৫। তার মারকাটারি ব্যাটিং বেশ আনন্দ জোগায় সমর্থকদের।

তার ব্যাটিং দেখেই এক অত্যুৎসাহী দর্শক মাঠে ঢুকে সোজা চলে যান সে সময় নন স্ট্রাইকিং প্রান্তে থাকা পবনের কাছে। কেউ কিছু বোঝার আগে পকেট থেকে এক গোছা ৫০০ রুপির নোট বের করে পবনের মাথার ওপর উড়িয়ে দেন।  তারপর পবনকে জড়িয়ে ধরে ধীরে মাঠ থেকে বেরিয়ে যান তিনি।

এই ঘটনায় মাঠে থাকা ক্রিকেটার এবং আম্পায়াররা হতবাক বনে যান। সে মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের কাছেও সমাদৃত হয় ওই ‘পাগলা ফ্যান’-এর কাণ্ড।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement