সাব্বিরের ৯ ছয় ঝড়ে জয়ের স্বপ্ন দেখছে ঢাকা
Published : ২০:৫৭, ৯ জানুয়ারি ২০২৫
সাব্বির রহমান তিন ম্যাচ পর গত ম্যাচে সুযোগ পেয়েছিলেন। সেই সুযোগটা কাজে লাগাতে পারেননি এই ব্যাটার। অবশ্য পরের ম্যাচেই নিজেকে চিনিয়েছেন চিরচেনা বিধ্বংসী রূপে। ব্যাট হাতে ঝড় তুলেছেন এই ব্যাটার। আর তাতে শঙ্কা দূর করে চিটাগংকে ১৭৮ রানের কঠিন চ্যালেঞ্জ জানিয়েছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস।
এদিন ঢাকার হয়ে ৩৩ বলে ৯ ছক্কা ও ৩ চারে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন সাব্বির। আর সেই সুবাদে ঢাকার পুঁজি ৫ উইকেটে ১৭৭ রান।
আগের চার ম্যাচের সবকটিতে হারা ঢাকা এদিন একাদশ থেকে বাদ দেয় লিটন দাসকে। তার পরিবর্তে একাদশে ফিরেন শাহাদাত। তবে এদিনও সিলেটে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ঢাকার।
ইংলিশ তারকা ওপেনার জেসন রায় ফিরে যান ১ রান করে। তানজিদ তামিম ফিফটি পেলেও তিনি ছিলেন ধীর গতির। ৪৮ বলে ৫৪ রান আসে তার ব্যাট থেকে। মাঝে সুবিধা করতে পারেননি স্টিফেন ইসকিনাজি ও শাহাদাত। তবে দলকে টানেন সাব্বির। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন এই ব্যাটার।
বাকিদের ধীর গতির ব্যাটিংয়ের মাঝেও দলকে ভালো অবস্থানে দাঁড় করিয়ে রেখে এসেছেন এই ব্যাটার। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি। ইনিংস থামার আগে ৩৩ বলে ৮২ রান করে দলকে শক্ত অবস্থানে দাঁড় করিয়ে আসেন এই ব্যাটার। এখন বোলাররা বাকি কাজটুকু করতে পারলে হয়তো প্রথম জয়ের দেখাটা পেয়েও যেতে পারে ঢাকা।
বিডি/এন