হিন্দি ভারতের রাষ্ট্রভাষা নয়: অশ্বিন
Published : ২২:০১, ১০ জানুয়ারি ২০২৫
রবিচন্দ্রন অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন। এখন নিজের ইউটিউব চ্যানেলে ক্রিকেট বিশ্লেষণ করে সময় কাটে তার। ঠোঁটকাটা স্বভাবের অশ্বিন সামাজিক মাধ্যমেও বেশ সরব।
ক্রিকেট ছাড়াও সেখানে বিভিন্ন বিষয়ে পোস্ট করতে দেখা যায় তাকে। তবে এবার সামাজিক মাধ্যমে নয়, বরং চেন্নাইয়ের এক কলেজে বক্তব্য দিতে গিয়ে আলোচনার জন্ম দিয়েছেন তিনি।
সেখানে ভারতের এই কৃতি স্পিনার বলে বসেছেন, হিন্দি ভারতের সরকারি ভাষা, রাষ্ট্রভাষা নয়।
২০১১ সালের আদমশুমারির তথ্য অনুযায়ী, বহু ভাষাভাষীদের দেশ ভারতের ৪৩.৬৩ শতাংশ মানুষের মাতৃভাষা হিন্দি। তবে তামিলনাড়ুসহ বিভিন্ন রাজ্যের রাজনৈতিক দলগুলোর পুরনো অভিযোগ হলো, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার জোর করে অ-হিন্দি রাজ্যগুলোর ওপর হিন্দি ভাষা চাপিয়ে দিতে চায়।
২০১৯ সালে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ‘এক দেশ, এক ভাষা’র কথা বলায় তীব্র প্রতিবাদ হয়েছিল। এবার রাষ্ট্রভাষার সেই আগুনেই যেন ঘি ঢাললেন অশ্বিন।
হিন্দি ভাষা নিয়ে দক্ষিণ ভারতের সঙ্গে উত্তর ভারতের লড়াই নতুন কিছু নয়। দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ুর ক্রিকেটার অশ্বিন চেন্নাইয়ে একটি কলেজের অনুষ্ঠানে গিয়ে প্রশ্ন করেন, ‘এখানে ইংরেজি কতজন বোঝে?’ ছাত্রছাত্রীদের মধ্যে বেশিরভাগ চিৎকার করে জানান যে তারা ইংরেজি বোঝেন। এরপর অশ্বিন তামিল নিয়ে প্রশ্ন করলে ভালোই সাড়া পাওয়া যায়।
সবশেষে অশ্বিন বলেন, ‘হিন্দি কতজন বোঝে?’ এবার কলেজের ছাত্রছাত্রীদের চিৎকারের আওয়াজটা অনেকটাই কম শোনা যায়। ঠিক তখনই অশ্বিন বলেন, ‘হিন্দি আমাদের সরকারি ভাষা, রাষ্ট্র ভাষা নয়।’
রাষ্ট্রভাষা নিয়ে অশ্বিনের এ মন্তব্য নতুন করে এই ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে মুখোমুখি অবস্থানে দাঁড় করাতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তথ্যসূত্র: এনডিটিভি
বিডি/এন