ঘরোয়া ক্রিকেটে আসছে গোলাপি বলের ম্যাচ!

ঘরোয়া ক্রিকেটে আসছে গোলাপি বলের ম্যাচ!

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:৪৪, ১৩ মার্চ ২০২৫

ঘরোয়া ক্রিকেটের দীর্ঘ সংস্করণের ম্যাচে পিঙ্ক বলে খেলার ভাবনাটা প্রথম মাথায় আসে ক্রিকেট বিশ্লেষক সৈয়দ আবিদ হোসেন সামিরের। তিনি তখন বিপিএলে ধারাভাষ্য দিতে এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে ছুটে বেরাচ্ছিলেন। 

দিন-রাতের ম্যাচগুলো পর্যবেক্ষণ করার সময় তিনি দেখলেন ডিউ ফ্যাক্টরের কারণে বোলারদের বল গ্রিপ করতে সমস্যা হচ্ছে। তাছাড়া ফ্লাড লাইটের আলোয় ক্যাচ ধরতেও সমস্যায় পড়ছেন ফিল্ডাররা। সমস্যা নিয়ে কয়েকজন ক্রিকেটারের সঙ্গে কথাও বলেন সামি। তখনই ঘরোয়া ক্রিকেটের দীর্ঘ সংস্করণে গোলাপি বলের ক্রিকেট ম্যাচ আয়োজনের ধারণাটা আসে তার মাথায়। ধারণাটা তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহম্মেদকে জানান। প্রস্তাবে ইতিবাচকভাবে সাড়াও দিয়েছেন বোর্ড সভাপতি। 

সব ঠিক থাকলে হয়তো প্রিমিয়ার লিগের মিরপুরের ম্যাচগুলোতে কিংবা এনসিএলের দু-একটা ম্যাচ খেলা হতে পারে গোলাপি বলে।
আর ঘরোয়া ক্রিকেটের লম্বা সংস্করণে ফ্লাড লাইটের আলোয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড গোলাপি বলের ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়ে তার সুফলও বয়ে আনবে। পিঙ্ক বল টেস্টের জন্য প্রস্তুতিটাও ভালো হবে। দিবা-রাত্রির ম্যাচের প্রস্তুতিও কি ভালো হবে না? ঘরের মাঠে দিনরাতের ১০ ম্যাচের মধ্যে ৮টিতে হেরেছে বাংলাদেশ। বল গ্রিপ করতে সমস্যা হয়েছে। ফিল্ডিংয়েও সমস্যা হয়েছে। ঘরোয়া ক্রিকেট গোলাপি বলে খেললে এসব ক্ষেত্রেও উন্নতি হবে।

পিংক বল টেস্টের চর্চা সব জায়গায় থাকলেও বাংলাদেশে এর কোনো খবর ছিল না। বাংলাদেশ সর্বশেষ ভারতে পিঙ্ক বল টেস্ট খেলেছিল। ইডেনে খেলা সেই দিন-রাতের টেস্টে বাংলাদেশ অসহায় আত্মসমর্পণ করে। দুই ইনিংসে সাতজন ক্রিকেটার কোনো রান করার আগেই আউট হয়েছিলেন। ভবিষ্যতে এমন বাজে অবস্থা থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় ঘরোয়া ক্রিকেটে গোলাপি বলের ক্রিকেট। বাংলাদেশে পিঙ্ক বলে খেলার চর্চা করার বিষয় নিয়ে যেই মানুষটা বেশ কিছুদিন থেকে কথা বলে যাচ্ছেন, তিনি সৈয়দ আবিদ হোসেন সামি। তার আলোচনা আমলে নিয়ে বিসিবি উদ্যোগও নিচ্ছে।

এনই

শেয়ার করুনঃ
Advertisement