সিলেট টেস্ট: বৃষ্টিতে ভেসে গেলো প্রথম সেশন

সিলেট টেস্ট: বৃষ্টিতে ভেসে গেলো প্রথম সেশন

স্পোর্টস ডেস্ক:

Published : ১২:৩৫, ২২ এপ্রিল ২০২৫

সিলেট টেস্টে দ্বিতীয় দিনে জিম্বাবুয়ের থেকে ২৫ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলাও নির্ধারিত সময়ে মাঠে গড়াতে পারেনি। এতে তৃতীয় দিনের প্রথম সেশন বৃষ্টিতে ভেসে গেছে। দ্বিতীয় সেশন শুরুর সময় নির্ধারণ করা হয়েছে দুপুর ১টায়।

মঙ্গলবার (২২ এপ্রিল) নির্ধারিত সময় সকাল ১০টায় মাঠে নামার কথা ছিল বাংলাদেশ ও জিম্বাবুয়ে। কিন্তু এদিনের সকাল থেকে মেঘ জমে ছিল সিলেটে আকাশে। বেরসিক বৃষ্টি সিলেট স্টেডিয়ামে হানা দিলে নির্ধারিত সময়ে মাঠে নামতে পারেনি টাইগাররা।

এতে বৃষ্টিতে ভেসে গেছে তৃতীয় দিনের প্রথম সেশন। লাঞ্চ বিরতির পর দুপুর ১টায় দ্বিতীয় সেশনে মাঠে নামবে দুই দল। ৩টা ২০ মিনিট পর্যন্ত চলবে দ্বিতীয় সেশনের খেলা। এরপর ২০ মিনিট চা বিরতির পর ৩টা ৪০ মিনিট থেকে ৬ পর্যন্ত চলবে তৃতীয় সেশনের খেলা।

গতকাল মেহেদী হাসান মিরাজের ফাইফারে ভর করে প্রথম ইনিংসে ২৭৩ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে। এতে ৮২ রানের লিড পেয়েছিল রোডেশিয়ানরা। জবাবে দিনের শেষ সময়ে ১৩ ওভার ব্যাট করে ৫৭ রান তুলতে পেরেছে টাইগাররা। এতে জিম্বাবুয়ের থেকে ২৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা।

দিনের শেষ সময়ে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় টাইগাররা। মাত্র ৪ রান করে সাজঘরে ফেরেন ওপেনার সাদমান ইসলাম। ব্যক্তিগত ৬ রানে আউট হতে পারতেন মাহমুদুল হাসান জয়ও। তবে জিম্বাবুয়ের উইকেটরক্ষক বল তালুবদ্ধ করতে ব্যর্থ হন।

জীবন পেয়েই রান তুলতে শুরু করেন জয়, তাকে সঙ্গ দেন অভিজ্ঞ মুমিনুল হক। দুজনের ব্যাটে ভর করে ১০ ওভারেই ফিফটি তুলে নেয় বাংলাদেশ। 

শেষ পর্যন্ত ১৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলতে পেরেছে তারা। ৪২ বলে ২৮ রান করে জয় ও ২৬ বলে ১৫ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন মুমিনুল হক।
 

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement