শোয়েবের বিরুদ্ধে ফের ফিক্সিংয়ের অভিযোগ

শোয়েবের বিরুদ্ধে ফের ফিক্সিংয়ের অভিযোগ

স্পোর্টস ডেস্ক:

Published : ১২:২৪, ১৪ সেপ্টেম্বর ২০২৪

সাবেক পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের বিরুদ্ধে আবারও ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। এতে তার দীর্ঘ বিতর্কিত ক্যারিয়ারে এবার নতুন মাত্রা যোগ হলো। শোয়েবের সাবেক সতীর্থ বাসিত আলী এ অভিযোগ তুলেছেন।

নতুন টুর্নামেন্ট চ্যাম্পিয়নস কাপ চলাকালে যেখানে শোয়েব মালিক স্ট্যালিয়ন দলের মেন্টরের দায়িত্ব পালন করছেন, বাসিত আলী প্রকাশ্যে মালিকের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন। 

বাসিত বলেন, ‘যে খেলোয়াড় স্বীকার করে যে সে ইচ্ছাকৃতভাবে ম্যাচ হেরেছে, তাকে মেন্টর করা উচিত নয়।’ 

যদিও তিনি নির্দিষ্ট ম্যাচের কথা উল্লেখ করেননি। বাসিত দাবি করেন, তার কাছে অভিযোগ প্রমাণের জন্য প্রয়োজনীয় তথ্য রয়েছে।

গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া পাকিস্তান চ্যাম্পিয়নস কাপে ৫টি দল অংশ নিয়েছে, যেখানে মিসবাহ-উল-হক, সাকলাইন মুশতাক, সরফরাজ আহমেদ, ওয়াকার ইউনুসের মতো কিংবদন্তি খেলোয়াড়রা মেন্টরের ভূমিকা পালন করছেন। 

১৯৯৩-১৯৯৬ সাল পর্যন্ত পাকিস্তানের প্রতিনিধিত্ব করা বাসিত জোর দিয়ে বলেন মালিকের বিতর্কিত অতীত তাকে তরুণ প্রজন্মের জন্য মেন্টর হিসেবে অযোগ্য করে তুলেছে।

উল্লেখ্য, বাসিত আলী নিজেও ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগের সম্মুখীন হয়েছিলেন, যা তার আন্তর্জাতিক ক্যারিয়ারের আকস্মিক সমাপ্তির কারণ হিসেবে ধরা হয়।

বাসিতের অভিযোগে নির্দিষ্ট ম্যাচ সম্পর্কে স্পষ্টতা না থাকলেও শোয়েবের ফিক্সিংয়ের ঘটনা ২০০৫ সাল থেকে শুরু হয়। মালিক স্বীকার করেছিলেন যে একটি ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচে তিনি তার দল সিয়ালকোট স্ট্যালিয়নসকে ইচ্ছাকৃতভাবে হারিয়েছিলেন। 

সেই ম্যাচের ফলাফলে লাহোর ঈগলসের টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হতে পারতো। 

পরবর্তীতে ভিডিও প্রমাণের ভিত্তিতে মালিককে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়, যার ফলে তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বার্বাডোসে প্রথম টেস্ট মিস করেন।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মালিককে তাদের আচরণবিধির অধীনে শাস্তি দেয় এবং তাকে ওয়েস্ট ইন্ডিজে দুটি ওয়ানডে ম্যাচের ম্যাচ ফি-এর ৭৫% জরিমানা করা হয়। এরপর ২০১০ সালে মালিক আবারও বিতর্কে জড়িয়ে পড়েন।

চলতি বছরেও খুলনা টাইগার্সের বিপক্ষে একটি ম্যাচে মালিক এক ওভারে ৩টি নো-বল করেন, যা ম্যাচ ফিক্সিংয়ের সন্দেহ তৈরি করে।

বাসিতের সাম্প্রতিক অভিযোগের পর, অনেক বিতর্কে মোড়ানো শোয়েব মালিকের ক্যারিয়ার নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement