সাকিবকে বিদায়ী সংবর্ধনা দেবে ভারতের উত্তর প্রদেশ ক্রিকেট

সাকিবকে বিদায়ী সংবর্ধনা দেবে ভারতের উত্তর প্রদেশ ক্রিকেট

ক্রীড়া ডেস্ক

Published : ১০:৩৫, ২৭ সেপ্টেম্বর ২০২৪

কানপুর টেস্টে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান মাঠে নামার আগে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের দেশের মাটিতে এই অলরাউন্ডার মিরপুর টেস্ট দিয়ে সাদা পোশাক তুলে রাখতে চান। তাই ভারতের বিপক্ষে কানপুর টেস্টই বিদেশের মাটিতে সাকিবের লাল বলের শেষ ম্যাচ।

ভারতের উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন দেশের বাইরে সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচকে স্মরণীয় করে রাখতে বিশেষ সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করেছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সাকিবের ঘোষণার পরপরই সংগঠনটির সাধারণ সম্পাদক অরবিন্দ কুমার শ্রীবাস্তব বাংলাদেশের সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।

অরবিন্দ কুমার বলেন, আমি এ বিষয়টি নিয়ে সবার সঙ্গে কথা বলব। আমরা অবশ্যই তাকে কানপুরে ভালোভাবে বিদায় দেওয়ার চেষ্টা করব। আমরা দেখব, এর আগে আমরা কীভাবে এ ধরনের বিদায়ী সংবর্ধনা দিয়েছি। সেগুলো দেখে আমরা একটা সিদ্ধান্ত নেব, কীভাবে করা যায়।

সাকিবের মতো বড় মাপের ক্রিকেটারকে সংবর্ধনা দিতে পারলে তারা সম্মানিত বোধ করবেন বলে মনে করেন অরবিন্দ।

তিনি আরও বলেন, সে অনেক বড় ক্রিকেটার, অনেক জনপ্রিয়। আমরা খুবই খুশি যে বাংলাদেশ দল প্রথমবারের মতো এখানে খেলতে এসেছে। সাকিব আল হাসানও এখানে এসেছে। এটা আসলে আমাদের জন্যও সম্মানের বিষয়।

জাতীয় দলের হয়ে ৭০ টেস্টে ৪ হাজার ৬০০ রান করেছেন এবং দেশের পক্ষে সর্বোচ্চ ২৪২ উইকেট নিয়েছেন সাকিব। টি-টোয়েন্টি খেলেছেন ১২৯টি। তার ব্যাট থেকে এই ফরম্যাটে ২ হাজার ৫৫১ রান এসেছে এবং ১৪৯ উইকেট নিয়েছেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সংসদ সদস্য পদ হারিয়েছেন সাকিব আল হাসান। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সর্বশেষ শেয়ার বাজার কারসাজির অভিযোগ এনে সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এরই মধ্যে তিনি টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement