কানপুর টেস্ট: আউটফিল্ড ভেজা, টস হতে দেরি

কানপুর টেস্ট: আউটফিল্ড ভেজা, টস হতে দেরি

ক্রীড়া ডেস্ক

Published : ১০:৪৪, ২৭ সেপ্টেম্বর ২০২৪

কানপুরে স্বাগতিক ভারতের বিরুদ্ধে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি সফরকারী বাংলাদেশ ক্রিকেট দল। রাতভর বৃষ্টি হওয়ায় ভেজা রয়েছে গ্রিন পার্ক স্টেডিয়ামের আউটফিল্ড। ফলে, ম্যাচটি নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় টস হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে দেরি হচ্ছে। স্বাভাবিকভাবে ম্যাচ শুরুর সময়ও পিছিয়ে যাচ্ছে। বাংলাদেশ সময় সকাল ১০টায় আম্পায়াররা মাঠ পরিদর্শন করবেন।

স্টেডিয়াম এলাকায় আপাতত বৃষ্টি নেই। তবে প্রচুর মেঘ রয়েছে আকাশে। যেকোনো সময় বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। ফলে কাভার দিয়ে ঢেকে রাখা হয়েছে উইকেট। সবমিলিয়ে ম্যাচ শুরুর সময় নির্ভর করছে প্রকৃতির ওপর। এর আগে ২৮০ রানে চেন্নাই টেস্ট জিতে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে ভারত।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement