রিজওয়ানের নতুন রেকর্ড
Published : ২৩:১৭, ১৩ ডিসেম্বর ২০২৪
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়নে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে পাকিস্তান। প্রথম ম্যাচ হেরে যাওয়ায় এ ম্যাচটি পাকিস্তানের জন্য হয়ে উঠেছে সিরিজ হার এড়ানোর। এমন ম্যাচে দলকে পথ দেখানোর বড় দায়িত্ব থাকছে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের ওপর। কেননা, প্রথম ম্যাচে তার ধীরগতির ব্যাটিংয়ের কারণেই হেরেছিলো দল। সেই ম্যাচে অপ্রত্যাশিত এক রেকর্ডও গড়েছেন এই ওপেনার।
প্রথম ম্যাচে প্রোটিয়াদের দেওয়া ১৮৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় সর্বোচ্চ ৭৪ রান করলেও ম্যাচ শেষে হারের দায় বর্তেছে রিজওয়ানের কাঁধে। কেননা, এই রান তুলতে তিনি খেলেছেন ৬২ বল। যে কারণে শেষ পর্যন্ত পাকিস্তানের ইনিংস থেমেছে ৬ উইকেটে ১৭২ রানে। পাকিস্তান ম্যাচ হেরেছে ১১ রানের ব্যবধানে।
পাকিস্তানের এমন হারের ম্যাচে বিব্রতকর এর রেকর্ড গড়েছেন রিজওয়ান। আর সেটি ধীর গতির ফিফটি হাঁকানো ইনিংস খেলার। ওই ম্যাচে ৪৯ বলে ৪৬ রানে ছিলেন রিজওয়ান। তখন ২৪ বলে ৬০ রান করতে হতো পাকিস্তানকে। পরে দুটি ছক্কা হাঁকালেও শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি তিনি।
ম্যাচে রিজওয়ানের স্ট্রাইক রেট ছিল ১১৯.৩৫। যা টি-টোয়েন্টিতে রিজওয়ানের তৃতীয় সর্বনিম্ন স্ট্রাইক রেটের ইনিংস। টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে ৭০ রানের ইনিংস খেলেছেন এমন ব্যাটারদের মধ্যেও এটি দ্বিতীয় সর্বনিন্ম। এর আগে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে ৬০ বলে ৭০ রান করেছিলেন। যেটি সবচেয়ে ধীরগতির।
এ তালিকায় সবচেয়ে ধীর গতির ফিফটির ইনিংস ভারতের বর্তমান কোচ গৌতম গম্ভীরের। ২০১২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬০ বলে ৫৬ রান করেছিলেন তিনি।
বিডি/এন