ফের ঘরের মাঠে হারলো বার্সেলোনা
Published : ১৩:৪১, ১৬ ডিসেম্বর ২০২৪
লা লিগায় ঘরের মাঠে বার্সেলোনার টানা দ্বিতীয় হার। আগের ম্যাচে লাস পালমাসের বিপক্ষে ২-১ গোলে হারের পর এবার লেগানেসের বিপক্ষে ০-১ গোলে হেরেছে টেবিল টপার বার্সা। আর এমন হারের কোনো ব্যাখ্যা দিতে পারছেন না দলটির কোচ ও ফুটবলাররা।
ম্যাচে ৮১ শতাংশ সময় বল নিজেদের কাছে রেখে ৮৮ শতাংশ সফল পাসে গোলের উদ্দেশ্যে ২০টি শট নিয়েও জালের দেখা পায়নি বার্সা। উল্টো ম্যাচ শুরুর ৪ মিনিটে হজম করা একমাত্র গোলে হারতে হয়েছে বার্সাকে। আর এ হাতে পয়েন্ট টেবিলেও ধাক্কা খেয়েছে দলটি। শীর্ষস্থান বজায় থাকলেও রিয়ালের সঙ্গে পয়েন্টের ব্যবধান নেমে এসেছে মাত্র ১ পয়েন্টে। যে কারণে হতাশ বার্সা।
লেগানেসের বিপক্ষে ম্যাচ শেষে হতাশা ঝরে পড়েছে মিডফিল্ডার পেদ্রির কণ্ঠে। তিনি বলেন, ‘আজকে যা হলো, এরপর খুশিমনে আমাদের বাড়ি ফেরা অসম্ভব। ম্যাচটি আমরা শুরু করেছিলাম যেন অর্ধঘুমে। এরপর সুযোগ তৈরি করলেও গোল করার জন্য প্রতিপক্ষের গোলমুখে জ্বলে উঠতে পারিনি আমরা। আরও ভালো করতে হবে আমাদের। এভাবে প্রতিপক্ষকে ম্যাচের শুরুতেই গোল বারবার করতে দিতে পারি না।’
তিনি আরও বলেন, ‘আমরা যথেষ্ট সুযোগ তৈরি করেছি। তবে কাজটা শেষ করা জানতে হবে আমাদের। লা লিগায় আমরা কেন এতটা ধুঁকছি, ব্যাখ্যা পাওয়া কঠিন। তবে ঘুরে দাঁড়াতে হবে আমাদের।’
দুই ম্যাচে নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচের ডাগআউটে থাকতে পারেননি কোচ হান্সি ফ্লিক। সাইডলাইন থেকে দল পরিচালনা করেছেন যিনি, সেই সহকারী কোচ মার্কাস জর্গ কোনো কারণ খুঁজে পাচ্ছেন না এই হারের।
তিনি বলেন, ‘এই পরাজয়ের ব্যাখ্যা পাওয়া কঠিন। প্রথম সমস্যা ছিল ম্যাচের প্রথম পাঁচ মিনিটে মনোযোগে ঘাটতি, যখন আমরা গোল হজম করেছি। এরপরও খুব ভালো না খেলেও আমরা ২০টির মতো সুযোগ তৈরি করেছি, কিন্তু গোল করতে পারিনি… এত সুযোগ কাজে লাগাতে না পারলে জেতাটা কঠিন।’
বিডি/এন