ফিফার বর্ষসেরা নারী আইতানা বোনমাতি
![ফিফার বর্ষসেরা নারী আইতানা বোনমাতি ফিফার বর্ষসেরা নারী আইতানা বোনমাতি](https://www.thebusinessdaily.net/media/imgAll/2024December/1-2412171908.jpg)
Published : ০১:০৮, ১৮ ডিসেম্বর ২০২৪
ফিফা দ্য বেস্ট-২০২৩ নারী ফুটবলারের ক্যাটাগরিতে বর্ষসেরা হয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী তারকা আইতানা বোনমাতি। সংক্ষিপ্ত তালিকায় বাকি দুজন ছিলেন কলম্বিয়ার লিন্ডা কাইসেদো ও বোনমাতির জাতীয় দলের সতীর্থ হেনি হেরমোসো।
সোমবার লন্ডনে বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টায় ফিফা দ্য বেস্ট-২০২৩ ফুটবলারের নাম ঘোষণা করা হয়। মেসির বিজয় এবারে ‘দ্য বেস্ট’-এর হয়তো শিরোনাম, তবে রাতটা ছিল মেয়েদের। গোটা অনুষ্ঠানটিই সাজানো হয়েছিল নারী ফুটবলকে উদযাপনের ছায়া ধরে রেখে। আর তাতে আইতানা বোনমাতির মেয়েদের ‘দ্য বেস্ট’ বর্ষসেরা হওয়া সেরা মুহূর্ত।
আইতানা বোনমাতি সতীর্থ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘আমি সেই শক্তিশালী নারীদের প্রজন্মের একজন, যাঁরা এই খেলার সঙ্গে বিশ্বকেও পাল্টে দিচ্ছে।’
এ ছাড়া মেয়েদের ‘দ্য বেস্ট’ কোচের পুরস্কার জিতেছেন ইংল্যান্ড নারী দলের ডাচ কোচ সারিনা ভাইগমান। ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের গোলকিপার মেরি আর্পস টানা দ্বিতীয়বারের মতো জিতেছেন মেয়েদের ‘দ্য বেস্ট’ গোলকিপারের ট্রফি।
তারকাবহুল অনুষ্ঠানের মাঝে ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরি জানান, আগামী বছর থেকে মেয়েদের ফুটবলে সেরা গোলের পুরস্কারের নাম হবে ‘মার্তা অ্যাওয়ার্ড’। ব্রাজিলের ‘স্কার্ট পরা পেলে’খ্যাত মার্তাকে এই অনুষ্ঠানে বিশেষ ট্রফিও দেওয়া হয়। ট্রফিটি দেন ব্রাজিলের প্রয়াত কিংবদন্তি পেলের স্ত্রী মার্সিয়া আইওকি।
বিডি/এন