ম্যাচ চলাকালে স্টেডিয়ামে সন্তানের জন্ম ও বিয়ের প্রস্তাব
Published : ২১:০২, ২৩ ডিসেম্বর ২০২৪
স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করে রাখে পাকিস্তান। তৃতীয় ও শেষ ম্যাচে সফরকারীদের ম্যাচটি ছিল কেবলই নিয়মরক্ষার।
রোববার (২২ ডিসেম্বর) জোহানেসবার্গে প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করার ম্যাচটিতে ঘটলো অন্য রকম দুইটি ঘটনা।
খেলা দেখতে আসা এক তরুণী স্টেডিয়ামের হাসপাতালেই সন্তানের জন্ম দেন। একই দিন অন্য এক তরুণীকে এক তরুণের বিয়ের প্রস্তাবের ঘটনাও ঘটেছে। ম্যাচ চলাকালীন বিয়ের প্রস্তাব ক্রিকেট মাঠেও প্রায়ই দেখা যায়। তবে একই ম্যাচে এমন দুই ঘটনা এর আগে হয়েছে কি না, সেটা গবেষণার বিষয়।
এই বিষয়ে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার ক্রীড়া উপস্থাপক সোলি জোন্দো সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, রাবেং পরিবারের এক নারী স্টেডিয়ামের মেডিকেল টিমের সহায়তায় একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।
ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে সেই দম্পতিকে অভিনন্দন জানানো হয়, ‘পুত্রসন্তানের জন্ম দেওয়ার জন্য মি. রাবেং ও মিসেস রাবেংকে অভিনন্দন।’ সোলি জোন্দোর বরাতে এ খবর জানিয়েছে অনেক সংবাদমাধ্যম।
এ ঘটনার পরই মাঠে এক তরুণীকে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দেন এক তরুণ। সেই প্রস্তাব গ্রহণ করতেও দেখা যায় সেই তরুণীকে। দক্ষিণ আফ্রিকার ছেলেদের জাতীয় ক্রিকেট দলের পেজ থেকে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দেয়ার ছবিও শেয়ার করা হয়েছে। নতুন সম্পর্কের জন্য অভিনন্দনও জানানো হয়েছে তাদের, বাগদান সেরে ফেলার জন্য দুর্দান্ত এই দম্পতিকে অভিনন্দন। বিবাহজীবন টিকে থাকুক।
বিডি/এন