ম্যাচের একদিন আগেই একাদশ প্রকাশ করলো অস্ট্রেলিয়া

ম্যাচের একদিন আগেই একাদশ প্রকাশ করলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক:

Published : ১১:৩৩, ২৫ ডিসেম্বর ২০২৪

এবার বক্সিং ডেতে অনুষ্ঠিত হতে যাচ্ছে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ ম্যাচ। এ ম্যাচ শুরুর একদিন আগেই একাদশ প্রকাশ করেছে অজিরা। যেখানে একাদশে আনা হয়েছে দুইটি পরিবর্তন।

বুধবার (২৫ ডিসেম্বর) খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের দিন চতুর্থ টেস্টের একাদশ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। ব

র্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টের পর চতুর্থ টেস্টের জন্য অজি ব্যাটসম্যান ট্রাভিস হেডের খেলা নিয়ে জেগেছিল শঙ্কা। তবে সেই শঙ্কা কাটিয়ে চতুর্থ টেস্টের একাদশে জায়গা করে নিয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

অজি অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছেন, ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন হেড। যার কারণেই তাকে একাদশে জায়গা দেয়া হয়েছে। চলমান বর্ডার-গাভাস্কার ট্রফিতে সর্বাধিক রান সংগ্রাহক ট্রাভিস হেড।

৩ টেস্টের ৫টি ইনিংসে ৮১.৮০ গড়ে তিনি করেছেন ৪০৯ রান। সিরিজে এখন পর্যন্ত ২টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরি করেছেন হেড।

এদিকে ন্যাথন ম্যাকসুইনির জায়গায় উসমান খাজার সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে স্যাম কনস্টাসকে। ১৯ বছর বয়সি এই ওপেনারের অভিষেক হচ্ছে মেলবোর্ন টেস্টে। আরেকটি পরিবর্তন অস্ট্রেলিয়ার বোলিং ইউনিটে।

ইনজুরির কারণে চতুর্থ টেস্ট থেকে ছিটকে গেছেন জশ হ্যাজেলউড। তার জায়গা দলে ফিরেছেন স্কট বোল্যান্ড।

অস্ট্রেলিয়ার একাদশ:

উসমান খাজা, স্যাম কনস্টাস, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও স্কট বোল্যান্ড।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement