স্বাধীন বাংলা ফুটবল দলকে মুক্তিযুদ্ধের স্বীকৃতি দিতে চায় বাফুফে

স্বাধীন বাংলা ফুটবল দলকে মুক্তিযুদ্ধের স্বীকৃতি দিতে চায় বাফুফে

ক্রীড়া ডেস্ক

Published : ২২:০৮, ২৫ ডিসেম্বর ২০২৪

বর্তমান প্রজন্মের অনেকেই জানেন না স্বাধীন বাংলা ফুটবল দল বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে একটি বিশাল ভূমিকা পালন করেছিল। তাই স্বাধীন বাংলা ফুটবল টিমকে সংগঠন হিসাবে মুক্তিযুদ্ধের খেতাব বা স্বীকৃতি প্রদান সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বুধবার (২৫ ডিসেম্বর) বিকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ব্যক্তিগত সফরে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে এই কথা জানান নতুন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের বিজয়ের সাথে স্বাধীন বাংলা ফুটবল দলের যে একটি বিশাল ভূমিকা রয়েছে এটি এই প্রজন্মের অনেকেই জানেন না। তাই আমরা চেষ্টা করছি স্বাধীন বাংলা ফুটবল টিমকে সংগঠন হিসেবে মুক্তিযুদ্ধের খেতাব বা স্বীকৃতি প্রদান করার জন্য।

এসময় নারী ফুটবল নিয়ে তাবিথ আউয়াল বলেন, আমাদের নারী ফুটবল নিয়ে আলোচনা হচ্ছে যেটি আমাদের দেশের জন্য অনেক সুনামের। সে জায়গা থেকে আমাদের কমিটমেন্ট থাকবে এবং তারাও ডিজার্ভ করে আরও ভাল রিসোর্স। আমরা নারী খেলোয়াড়দের ডিগিনিটিও এক লাখ টাকা রাখতে চাই পাশাপাশি নারী এবং পুরুষ উভয় খেলোয়াড়ই যারা দেশের জন্য অর্জন বয়ে আনবে তাদেরকে বিশেষভাবে পুরস্কৃত করবো।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement