অস্ট্রেলিয়ায় ডাবল সেঞ্চুরি, বিশ্বরেকর্ড বুমরাহ’র
Published : ১১:০৬, ২৯ ডিসেম্বর ২০২৪
অস্ট্রেলিয়ায় মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে অভিষিক্ত স্যাম কনস্টাসের বিপক্ষে সুবিধা করতে পারেননি জাসপ্রিত বুমরাহ। যে কারণে তাকে নিন্দুকদের কথাও শোনতে হয়েছে। তবে সেই বুমরাহই এবার গড়লেন অনন্য এক কীর্তি। দ্বিতীয় ইনিংসে দারুণ বোলিংয়ে পূরণ করলেন টেস্ট উইকেটের ডাবল সেঞ্চুরি। আর তাতেই বিশ্বরেকর্ড গড়া হয়ে গিয়েছে।
এই ডানহাতি পেসার ভারতের হয়ে সবচেয়ে দ্রুততম ২০০তম টেস্ট উইকেট নিয়েছেন। বিশ্ব ক্রিকেটে বলের হিসাবে সেটি চতুর্থ দ্রুততম এবং ম্যাচের হিসাবে যৌথভাবে দশম। তবে সর্বনিম্ন ইকোনমিতে ২০০ উইকেট তুলে নেওয়ার ক্ষেত্রে বুমরাহ রীতিমতো ইতিহাস গড়েছেন।
ভারতীয় এই পেসারই বিশ্বে একমাত্র যিনি ২০ রানের কম (১৯.৫৬) গড় নিয়ে ২০০ উইকেট শিকার করেছেন টেস্টে। বুমরাহ-সিরাজের বোলিং তোপে ৯১ রানেই ৬ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া। যেখানে চার উইকেট নিয়েছেন বুমরাহ। তবে এরপর ঘুরে দাঁড়িয়েছে অজিরা।
মার্নাস লাবুশেন দারুণ এক ইনিংসের সুবাদে দলকে টানছেন। তাকে যোগ্য সঙ্গ দিয়ে যাচ্ছেন অধিনায়ক প্যাট কামিন্স। এই দু’জনের সুবাদে চা বিরতির আগে আর কোনো উইকেট হারায়নি অস্ট্রেলিয়া। চতুর্থ দিনের চা বিরতির আগ পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ উইকেটে ১৩৫। যার সুবাদে অস্ট্রেলিয়ার লিড ২৪০।
সর্বনিম্ন গড়ে ২০০তম টেস্ট উইকেট
জাসপ্রিত বুমরাহ ৩৯১২ রান (গড় ১৯.৫৬)
জোয়েল গার্নার ৪০৬৭ রান (গড় ২০.৩৪)
শন পোলক ৪০৭৭ রান (গড় ২০.৩৯)
বলের হিসাবে দ্রুততম ২০০ টেস্ট উইকেট
ওয়াকার ইউনিস– ৭৭২৫
ডেল স্টেইন– ৭৮৪৮
কাগিসো রাবাদা– ৮১৫৪
জাসপ্রিত বুমরাহ– ৮৪৮৪
ম্যালকম মার্শাল– ৯২৩৪
ভারতের হয়ে দ্রুততম ২০০ টেস্ট উইকেট
জাসপ্রিত বুমরাহ– ৮৪৮৪ বল
মোহাম্মেদ শামি– ৯৮৯৬ বল
রবিচন্দ্রন অশ্বিন– ১০২৪৮ বল
কপিল দেব– ১১০৬৬ বল
রবীন্দ্র জাদেজা– ১১৯৮৯ বল
বিডি/এন