২০০ টাকায় মাঠে বসে বিপিএল, যেভাবে মিলবে টিকিট
Published : ১৪:৫৯, ২৯ ডিসেম্বর ২০২৪
বিপিএলের ১১তম আসর আগামীকাল থেকে মাঠে গড়াচ্ছে। যেই আসরে দর্শক টানতে বিভিন্ন উদ্যোগও নিয়েছে বিসিবি। এবার জানা গেলো কোথায়, কীভাবে, কত টাকায় মিলবে বিপিএলের টিকিট।
এবারের বিপিএলের প্রথম পর্ব হবে ঢাকার মিরপুর স্টেডিয়ামে। এরপর সিলেট হয়ে চট্টগ্রামের জহুর আহমেদ চোধুরী স্টেডিয়ামে হবে বিপিএলের ম্যাচ।
তবে প্রথম দফায় আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের টিকিটের মূল্যতালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
স্টেডিয়ামে গ্যালারির অবস্থানের ভিত্তিতে সর্বনিম্ন ২০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ হাজার টাকা দামের টিকিট রাখা হয়েছে। যা কেনা যাবে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে। এছাড়া স্টেডিয়ামেও মিলবে টিকিট। এর বাইরে ব্যাংকের মাধ্যমেও টিকিট কাটতে পারবেন দর্শকরা।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মোট ১১ ধরনের টিকিট ছাড়া হয়েছে। এর মধ্যে সর্বনিম্ন ২০০ টাকায় কেনা যাবে ইস্টার্ন গ্যালারির টিকিট। আর সর্বোচ্চ ২০০০ টাকা খরচ করতে হবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের জন্য। গ্র্যান্ড স্ট্যান্ড ও ইস্টার্ন গ্যালারির অবস্থান পিচের দুই পাশে। বোলিং ও ব্যাটিংয়ের প্রান্ত স্টেডিয়ামের সাউথ ও নর্থ অংশে। এ দুটি অংশের গ্যালারিগুলোতে ৩০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত দামের টিকিট পাওয়া যাবে।
টিকিট কেনা যাবে আজ বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। আর আগামীকাল উদ্বোধনী ম্যাচের দিন টিকিট বিক্রি শুরু হবে সকাল ১০টা থেকে।
অনলাইনে টিকিট কেনা যাবে www.gobcbticket.com.bd থেকে। আর ঢাকায় মধুমতি ব্যাংকের সাতটি শাখা থেকে টিকিট বিক্রি হবে। শাখাগুলো হচ্ছে মিরপুর ১১, মতিঝিল, উত্তরা জসিমউদ্দিন, গুলশান, ধানমন্ডি, কামরাঙ্গীরচর ও পল্টনের ভিআইপি রোড।
অবশ্য, বিসিবির এমন ঘোষণার আগে, মিরপুরে বিপিএলের টিকিটের জন্য জড়ো হতে থাকেন সমর্থকরা। পরে লম্বা সময় অপেক্ষা করেও টিকিট না পেয়ে ক্ষুব্ধ হয়ে উঠেন সমর্থকরা। এসময় বিসিবির বিরুদ্ধে স্লোগান দিতেও দেখা গেছে সমর্থকদের।
বিডি/এন