স্টেডিয়ামে বসে থেকেও দল জেতাতে পারেননি শাকিব

স্টেডিয়ামে বসে থেকেও দল জেতাতে পারেননি শাকিব

ক্রীড়া ডেস্ক

Published : ২২:৫৪, ৩০ ডিসেম্বর ২০২৪

বিপিএলের ১১তম আসরে ঢাকার ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান। ঢাকা ক্যাপিটালস নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছিল।

এদিকে দলের ১ম ম্যাচটি দেখতে মিরপুর স্টেডিয়ামে হাজির হয়েছিলেন শাকিব খান। কিন্তু দলের মালিককে খুশি করতে পারেননি লিটন-মোস্তাফিজরা। বসুন্ধরা গ্রুপের দলটির কাছে হেরেছে ঢাকা ক্যাপিটালস।

এদিন ম্যাচ দেখতে দলের সঙ্গে মিরপুরে উপস্থিত হয়েছিলেন শাকিব খান। তার সঙ্গে ছিলেন আরেক চিত্রনায়ক মামনুন হাসান ইমন।

নিজেদের প্রথম আসরেই শক্তিশালী স্কোয়াড গঠন করেছে দলটির ম্যানেজমেন্ট। আর কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দেশের ক্রিকেটের সফলতম কোচ খালেদ মাহমুদ সুজনকে। আর অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রীলঙ্কান থিসারা পেরেরা। তবে প্রথম ম্যাচটা রাঙাতে পারেনি তারা।

উল্লেখ্য, নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী বৃহস্পতিবার রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস। স্থানীয় সময় দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement