ভারতকে ১৮৪ রানে হারালো অস্ট্রেলিয়া
Published : ২৩:০৩, ৩০ ডিসেম্বর ২০২৪
বোর্ডার-গাভাস্কার ট্রফির মেলবোর্ন টেস্টে ভারতকে ১৮৪ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ১৩ বছর পর সফরকারী ভারতকে টেস্ট ফরম্যাটে হারালো অজিরা।
সর্বশেষ ২০১১ সালে স্বাগতিকরা হারিয়েছিল ভারতীয়দের। দুর্দান্ত এই জয়ে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া।
৪র্থ দিনের চা-বিরতি পর্যন্তও স্বস্তিতে ছিল সরকারীরা। ৩৪০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে তখন ৩ উইকেটে ১১২। দ্বিতীয় সেশনে উইকেট পড়তে দেননি যশস্বী জয়সোয়াল ও ঋষভ পন্ত। ৭৯ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের চোখেমুখে হতাশাটা স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছিলেন তারা। তবে চা-বিরতির পর শেষ সেশনে সেই অস্ট্রেলিয়াই ভারতের ড্রয়ের ভাবনা ছিনিয়ে রোমাঞ্চ ছড়িয়ে ম্যাচটা জিতে নিল।
ট্রাভিস হেডকে শেষ সেশনে নিয়ে এসে চমকে দিয়েছিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। শেষ সেশনে পঞ্চম ওভারে সেই হেডেরই খাটো লেংথের বল অফ স্টাম্পের বাইরে থেকে টেনে ছক্কা মারতে গিয়ে আউট পন্ত। ১০৪ বলে তা ৩০ রানের ইনিংস শেষ হওয়ায় চতুর্থ উইকেটে ৮৮ রানের জুটিও ভাঙায় খুলে যায় দুয়ার।
১২১ রানে ৪ উইকেট হারানো ভারত এরপর মাত্র ৩৪ রানে হারিয়েছে বাকি ৬ উইকেট। সফরকারীদের ১৫৫ রানে অলআউট করে ১৮৪ রানের দারুণ জয় তুলে নেয় কামিন্সের দল। মেলবোর্নে এই জয়ে বোর্ডার–গাভাস্কার সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট সিডনিতে ৩ জানুয়ারি শুরু হবে।
বিডি/এন