হাসপাতালে ভর্তি ছেলেকে বিজয়ের পুরস্কার দিলেন মাহমুদউল্লাহ

হাসপাতালে ভর্তি ছেলেকে বিজয়ের পুরস্কার দিলেন মাহমুদউল্লাহ

ক্রীড়া ডেস্ক

Published : ২৩:০৯, ৩০ ডিসেম্বর ২০২৪

মাহমুদউল্লাহ রিয়াদ দলের বিপদ বা কঠিন চাপের সময় বরাবরই নিজের সক্ষমতার জানান দিয়েছেন। এবারও ব্যতিক্রম ঘটেনি। বিপিএলে ধুকতে থাকা ফরচুন বরিশালকে দারুণ একটা জয় এনে দিয়েছেন মাহমুদউল্লাহ।

বিপদে হাল ধরে ৫৬ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন। আর সেই পুরস্কারটা তিনি হাসপাতালে ভর্তি অসুস্থ ছেলে রাইদকে উৎসর্গ করেছেন।

মাহমুদউল্লাহ নৈপুণ্যে বিপিএলের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীকে ৪ উইকেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। যেখানে ফাহিম আশরাফের সঙ্গে অবিচ্ছিন্ন ৮৮ রানের জুটি গড়ে জয়ের নায়ক মাহমুদউল্লাহ। ২৬ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৫৬ রানে অপরাজিত থাকেন তিনি।

ম্যাচ-সেরার পুরস্কার পেয়ে ডানহাতি এই ব্যাটার বলেন, আমার ছেলে হাসপাতালে ভর্তি। রাইদ (ছেলে), এটি (ম্যাচ সেরার পুরস্কার) তোমার জন্য। শিগগিরই দেখা হবে, ইনশাআল্লাহ। বাবা তোমাকে ভালোবাসে।

মাহমুদউল্লাহ আরও বলেন, দলের জন্য এই ধরনের ইনিংস খেলার সামর্থ্য দেওয়ার জন্য প্রথমেই আমি সর্বশক্তিমান আল্লাহ'র প্রতি কৃতজ্ঞ। আমি মনে করি, এটা আমাদের ভালো শুরু। বিশেষ করে টুর্নামেন্টের শুরুতে আমাদের ভালো খেলা দরকার ছিল। আমার মনে হয়, এটা দুর্দান্ত টিম ওয়ার্ক।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement