শ্রীলংকাকে হারিয়ে বছর শেষ করলো নিউজিল্যান্ড

শ্রীলংকাকে হারিয়ে বছর শেষ করলো নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক

Published : ২৩:১৩, ৩০ ডিসেম্বর ২০২৪

নিউজিল্যান্ড-শ্রীলংকা চলতি বছরের শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে শেষ হাসিটা হাসলো কিউইরা। সেই সঙ্গে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের কাজটাও সেরে রাখলো দলটি। সিরিজ জয়ের ম্যাচে লংকানদের রীতিমতো ধসিয়ে দিয়েছে স্বাগতিকরা।

মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম ম্যাচে ৮ রানের জয়ের পর এবার দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের জয় ৪৫ রানের বড় ব্যবধানে।

এদিন শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট খরচায় স্কোরবোর্ডে ১৮৬ রানের শক্ত ভিত গড়ে নিউজিল্যান্ড। যেখানে দলীয় সর্বোচ্চ ৪২ রান আসে মার্ক চ্যাপম্যানের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৪১রান আসে মিচেল হ্যাই ও টিম রবিনসনের ব্যাট থেকে।

জবাব দিতে নেমে শুরুটা মন্দ হয়নি লংকানদের। ১২ ওভারের আগেই ৩ উইকেট খরচায় দলীয় শত পেরোয় দলটি। তবে এরপর আর সুবিধা করতে পারেনি।  ১২৭ থেকে ১৪১ এই ১৪ রানের ব্যবধানে বাকি সবকটি উইকেট হারিয়ে অলআউট হয়ে যায় লংকানরা। লংকানদের উইকেটে ধস নামান জ্যাকব ডুফি। দুটি করে উইকেট নেন ম্যাট হেনরি ও মিচেল স্যাটন্টার।

এ জয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খুইয়ে বসেছে লংকানরা। আগামী ২ জানুয়ারি তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে ফের মাঠে নামবে দলটি। এরপর ৫ জানুয়ারি থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement