রাতের ম্যাচে জিতল রংপুর, বরিশালের হার
Published : ২৩:২০, ২ জানুয়ারি ২০২৫
চলতি বিপিএলের প্রথম ম্যাচে রাজশাহীকে হারালেও দ্বিতীয় ম্যাচে আত্মসমর্পণ করতে হলো বরিশালকে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতের ম্যাচে তারা র্ংপুরের কাছে হারলো ৮ উইকেটে। ৫ ওভার হাতে রেখেই জয় তুলে নেয় রংপুর। এ নিয়ে জয়ের ধারা অব্যাহত রাখলো উত্তরের দলটি।
প্রথমে ব্যাট করতে নামে তামিম ইকবালের ফরচুন বরিশাল। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তারা খাবি খেতে থাকে; অল আউট হয়ে যায় ১৮.২ ওভারে। রান তুলতে পারে মাত্র ১২৪। টি টোয়েন্টিতে যাকে মোটেও লড়াকু সংগ্রহ বলা চলে না। বাস্তবেও হয়নি তা। ৩০ বল হাতে রেখেই জিতে যায় প্রতিপক্ষ।
তামিম ২৮ (১৮), শান্ত ৯ (১০), হৃদয় ৪, কাইল মায়ার্স ১৩, মুশফিক ১৫, রিয়াদ ১০, ফাহিম ১, নবী ২১ (১৯), শাহিন আফ্রিদি ৮, তানভির ৬ এবং ইকবাল হোসেন ইমন শূন্য রান করেন।
রংপুরের পক্ষে খুশদিল শাহ ৩ উইকেট নেন। দুটি করে উইকেট পান নাহিদ রানা এবং ইফতেখার। মেহেদী হাসান এবং আকিভ জাভেদ নেন একটি করে উইকেট।
১২৫ রানের ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে মোটেও বেগ পেতে হয়নি রংপুরকে। ওপেনার অ্যালেক্স হেলস ৪১ বলে অপরাজিত ৪৯ রান করেন। আজিজুল হাকিম এবং তৌফিক খান ডাক মারলেও সাইফ হাসান খেলেন সর্বোচ্চ রানের ইনিংস। ৪৬ বলে সাইফ করেন অপরাজিত ৬২ রান। ১৫ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর। কম বল খরচ করে জেতায় রান রেটে তারা এগিয়ে থাকবে অনেকটা।
রংপুরের উইকেট দুটি নেন তরুণ পেসার ইকবাল হোসেন ইমন। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন রংপুরের ব্যাটার সাইফ হাসান।
বিডি/ও