৩ ম্যাচের সবকটিতে হেরে তলানিতে ঢাকা

৩ ম্যাচের সবকটিতে হেরে তলানিতে ঢাকা

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:২১, ৩ জানুয়ারি ২০২৫

একাদশ বিপিএলে ৩ টি ম্যাচ খেলে ফেলেছে ঢাকা ক্যাপিটাল। এখনো তারা জয়ের মুখ দেখতে পারেনি। শুক্রবার রাতের ম্যাচে তারা খুলনার কাছে হেরেছে ২০ রানে। এ নিয়ে ৭ দলের টুর্নামেন্টে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে তারা। এই ম্যাচে লড়াই হয়েছে মূলত খুলনার অধিনায়ক মিরাজ এবং ঢাকার অধিনায়ক থিসারা পেরেরার মধ্যে। 

টসে জিতে ফিল্ডিং নিয়েছিলেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। প্রথমে ব্যাট করে খুলনা তুলে ১৭৩ রান, হারায় ৮ উইকেট। দ্বিতীয় ইনিংসে ঢাকা তুলতে পারে ছয় উইকেটে ১৫৩। তবে ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা ৬০ বলে অপরাজিত ১০৩ রানের অনবদ্য ইনিংস খেলেন। বলা চলে ঢাকার পক্ষে একাই লড়াই করেছেন তিনি। তবে ম্যান অব দি ম্যাচ হয়েছেন খুলনার অধিনায়ক, ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে মিরাজ নিয়েছেন ৩ উইকেট। 
১৭৪ রানের মাঝারি লক্ষ্য মোকাবেলায় শুরুটা ভালোই হয়েছিল ঢাকার।

প্রথম ২ ওভারে তারা ১৭ রান তুলে কোনো উইকেট না হারিয়ে। কিন্তু তৃতীয় ওভারেই ঢাকার শিবিরে আঘাত হানেন খুলনার অধিনায়ক মেহেদী মিরাজ। প্রথম ২ বলে নিয়ে নেন দুই উইকেট। আউট হয়ে যান লিটন এবং এসকিনাজি। লিটন ৩ বলে ২ রান এবং এসকিনাজি শূণ্য রানে প্যাভিলিয়নে ফেরেন। ওই ওভারের শেষ বলে স্লিপে ক্যাচ দিয়েও বেঁচে যান শাহাদাত। মাত্র ১ রান দিয়ে মিরাজ ওই ওভারে নেন ২ উইকেট। ১৭ রানে পর পর ২ উইকেট। ২৫ রানে আউট হন তানজিদ তামিম, যখন তার ব্যক্তিগত সংগ্রহ ১৫ বলে ১৯ রান। উইকেট পান আবু হায়দার রনি।

রনি তার পরের ওভারের প্রথম বলেই ফেরান শাহাদাতকে (৮ বলে ৩ রান)।  ২৬ রানে চার উইকেট হারিয়ে ফেলে ঢাকা। ইনিংসের সপ্তম এবং নিজের দ্বিতীয় ওভার মেডেন পান মিরাজ। নিজের তৃতীয় ওভারে আবারো মিরাজের আঘাত। ১০ বলে ৬ রান করে এলবিডব্লিউ হয়ে যান রঞ্জনি। ৪০ রানে ৫ উইকেট হারিয়ে খাবি খেতে থাকে ঢাকা। দশম ওভারে জিয়াউর রহমানের বলে উইকেটের পেছনে অংকনকে সহজ ক্যাচ দেন আলাউদ্দিন বাবু, ৩ বলে কোনো রান না করেই ফিরতে হয় এই তরুণ ক্রিকেটারকে। ৪১ রানে ছয় উইকেটে পরিণত হয় ঢাকা। ১০ ওভারে রান উঠে ৪৬/৬। 

শেষ ১০ ওভারে ঢাকার দরকার ছিল ১২৮ রান। পেরেরা চেষ্টা করে গেছেন। ৩৯ বলে হাফ সেঞ্চুরি করেন ঢাকার অধিনায়ক। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থেকেছেন ১০৩ রানে। তবে দলের জয়ের জন্য সেটাও যথেষ্ট ছিল না। ২০ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় ঢাকাকে। এবারের বিপিএলে ৩ ম্যাচেই খালি হাতে ফিরতে হলো শাকিব খানের দলকে। 


মহেদি মিরাজ ৪ ওভারে ৬ রান দিয়ে নেন ৩ উইকেট। ৪ ওভারে ৪৭ রান দিয়ে সবচেয়ে খরচে বোলার ছিলেন আবু হায়দার রনি, যদিও উইকেট পেয়েছেন দুটি। একটি উইকেট পেয়েছেন জিয়াউর রহমান।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাটিং পায় খুলনা। নিয়মিত বিরতিতে তারা উইকেট খোয়াতে থাকে। মাহিদুল অংকন (২২ বলে ৩২), জিয়াউর রহমান (১৫ বলে ২২) এবং শেষের দিকে আবু হায়দার রনির (৮ বলে ২১) কল্যাণে লড়াই করার মতো পূঁজি পায় তারা। এছাড়া নাইম ১৭ বলে ৩০, বসিস্টো ২৮ বলে ২৬, আফিফ ১, ইবরাহিম জাদরান ৫, মেহেদী মিরাজ ৮, নেওয়াজ ৫ এবং নাসুম ৯ রান করেন। অতিরিক্ত ১৪ রান নিয়ে মোট সংঘ্রহ দাঁড়ায় ১৭৩।  
ঢাকার পক্ষে চতুরঙ্গ ডি সিলভা দুই উইকেট নেন। একটি করে উইকেট নেন আবু জায়েদ, মোস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম, শুভম রঞ্জনি, আলাউদ্দিন বাবু এবং থিসারা পেরেরা। ৭ বোলার ব্যবহার করেন ঢাকার অধিনায়ক থিসারা। 

এনই

শেয়ার করুনঃ
Advertisement