সিলেটে বিপিএলের আসর শুরু আজ
Published : ০২:০০, ৬ জানুয়ারি ২০২৫
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের ঢাকার প্রথমপর্ব শেষে সিলেট পর্ব আজ সোমবার থেকে শুরু হচ্ছে। চার-ছক্কার দেশীয় আসর বিপিএল উপভোগ করতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকেট কিনেছেন ক্রিকেটপ্রেমীরা।
সোমবার থেকে ছয় দিনে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এবার সর্বনিম্ন ১৫০ টাকা থেকে সর্বোচ্চ দুই হাজার টাকায় মাঠে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা।
ছয় দিনের মধ্যে পাঁচ দিনই খেলবে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলো সিলেটে পৌঁছে অনুশীলন শুরু করেছে। এখন কেবল ক্রিকেট উন্মাদনায় মেতে ওঠার অপেক্ষায় চায়ের দেশ সিলেট।
প্রথমদিন বেলা দেড়টায় স্বাগতিকদের খেলা দিয়ে পর্দা উঠবে সিলেট পর্বের। সিলেট মুখোমুখি হবে রংপুর রাইডার্সের। সন্ধ্যা সাড়ে ছয়টায় ফরচুন বরিশাল খেলবে দুর্বার রাজশাহীর বিরুদ্ধে।
বিপিএলের টিকেট বিক্রি করা হচ্ছে তিনটি বুথে। এছাড়াও অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে শনিবার বিকেল থেকে। বিপিএলের অনলাইনে টিকেট বিক্রয়ের ওয়েব থেকে দর্শকেরা অনলাইনের টিকিট কিনতে পারছেন। রোববার সকাল ১০টা থেকে বুথে টিকেট বিক্রি শুরু হয়েছে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বুথে অবশ্য বিকাল তিনটা থেকে টিকেট বিক্রি শুরু করা হয়েছে। অন্য দুই বুথ আম্বরখানাস্থ মধুমতি ব্যাংক ও রিকাবীবাজারস্থ শিশু একাডেমি থেকে সকাল ১০টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে।
চারটি ক্যাটাগরিতে ১৫০ টাকা থেকে শুরু করে দুই হাজার টাকায় কেনা যাবে টিকেট। শহিদ আবু সাঈদ স্ট্যান্ড, পশ্চিম গ্যালারী ও গ্রিণহিল গ্যালারির টিকেট মিলবে ১৫০ টাকায়। ২৫০ টাকায় মিলবে পূর্ব গ্যালারির টিকেট। ক্লাব হাউজের টিকেটের দাম রাখা হয়েছে ৫০০ টাকা। ৬০০ টাকায় মিলবে জিরো ওয়েস্ট জোনের টিকেট। আর ২ হাজার টাকায় পাওয়া যাবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেট।
বিডি/এন