লুকানো আছে গোপন ক্যামেরা, যেভাবে বুঝবেন
Published : ১৮:১৮, ৮ নভেম্বর ২০২৪
কাজের ক্লান্তি কাটাতে ঘুরতে যাওয়ার থেকে ভালো উপায় আ কিছুই নেই। আর এ কারণেই মানুষ অবকাশ যাপনের জন্য বের হন। জনপ্রিয় পর্যটন অঞ্চলে ভ্রমণকারীদের থাকার সুবিধার জন্য হোটেল থাকেই। তাই প্রিয় স্থান নির্বাচন করে অবকাশ যাপনের যেতে পারেন। তবে অনেকেই হোটেল কক্ষ আতঙ্ক কাজ করে লুকানো ক্যামেরা নিয়ে। এমনকি শপিং করতে গিয়ে ট্রায়াল রুমেও এই ভয় থেকেই যায়।
তবে কিছু কৌশল জানা থাকলে সহজেই বুঝতে পারবেন আপনি নিরাপদে আছেন কিনা। রিওলিংকের প্রতিবেদনে এমন কিছু উপায় উঠে এসেছে।
১) যাচাই করুন
প্রথমে হোটেল কিংবা অপরিচিত কোথাও দীর্ঘ সময় অবস্থান করতে হলে প্রথমেই চারদিক ঘুরে দেখুন। সন্দেহজনক কিছু চোখে পড়লেই যাচাই করতে হবে। ক্যামেরা বসানো আছে কি না, নিশ্চিত হোন। বিশেষ করে ঘরের দেয়ালঘড়ি, কলমদানি, দেয়ালে টানানো ছবি, শৌচাগার, চার্জিং পোর্ট ইত্যাদি বিষয়গুলো দেখতে হবে। কোনো বস্তু সাধারণত যেখানে থাকার কথা, সেখানে না থাকাটাও সন্দেহজনক। এ ছাড়া পোশাক কিনতে গিয়ে ট্রায়াল কক্ষে অনেকেই পোশাক পরিবর্তন করেন। তখনো ভালোভাবে দেখে দিন।
২) আয়না লক্ষ্য করুন
আয়নার মধ্যেও ক্যামেরা লুকানো থাকতে পারে। তবে এটা খুব সহজেই যাচাই করতে পারেন। প্রথমে আয়নায় আপনার আঙুল রাখুন। আয়নায় আঙুলের প্রতিচ্ছবির সঙ্গে আপনার আঙুলের মধ্যে কোনো ফাঁকা জায়গা আছে কি না লক্ষ করুন। যদি ফাঁকা থাকে তাহলে সেটা আসল আয়না, অন্যথায় এটা দুমুখো আয়না হতে পারে। ভেতরে থাকতে পারে ক্যামেরা। এ ছাড়া আয়নার পেছনের দিকটিও দেখুন। যদি পেরেকে আটকানো বা ঝুলিয়ে রাখা আয়না হয়, তাহলে সমস্যা নেই। যদি দেয়ালের সঙ্গে স্থায়ীভাবে লাগানো থাকে, তাহলে একটু সাবধান হতে হবে।
৩) আলো ও অন্ধকার
এ জন্য প্রথমেই ঘরের সব আলো নিভিয়ে দিন। এবার অন্ধকারের মধ্যেই চারদিকে তাকান। কিছু কিছু গোপন ক্যামেরায় ছোট এলইডি লাইট থাকে। এগুলো মিটিমিটি জ্বলে বা উজ্জ্বল দেখায়। এ রকম কিছু থাকলে আপনার চোখে পড়বে। এছাড়াও অন্ধকার ঘরেই আরেকটি পরীক্ষা করলেও লুকানো ক্যামেরা খুঁজে পাওয়া সম্ভব। লুকানো ক্যামেরার লেন্স থেকে সূক্ষ্ম নীল বা বেগুনি রঙের আভা বের হয়। অন্ধকার ঘরে টর্চলাইট জ্বালালে এই আভা ধরা পড়ার সম্ভাব।
৪) স্মার্টফোন অ্যাপ
এখন হিডেন ক্যামেরা খুঁজে বের করার অ্যাপও আছে। অ্যাপ স্টোর থেক ‘হিডেন ক্যামেরা ডিটেক্টর’ অ্যাপ নামিয়ে নিন। এবার সেই অ্যাপসের নিয়ম জেনে সহজেই লুকানো ক্যামেরা খুঁজে বের করতে পারবেন।
৫) ওয়াইফাই নেটওয়ার্ক
কিছু ক্যামেরা চালু রাখার জন্য ইন্টারনেট দরকার হয়। সাধারণত কাছের কোনো রাউটার থেকেই দেয়া হয় এই সংযোগ। হতে পারে আপনার ও ক্যামেরায় ব্যবহৃত ওয়াইফাই নেটওয়ার্ক একই। সে ক্ষেত্রে মোবাইলে নেটওয়ার্ক স্ক্যানিং সফটওয়্যার ডাউনলোডে যাচাই করে দেখতে পারেন। খেয়াল রাখবেন, যে ওয়াইফাই নেটওয়ার্কটি স্ক্যান করতে চাচ্ছেন, আপনিও যেন সেটিতেই যুক্ত থাকেন। যদি দেখেন, ওয়াইফাই নেটওয়ার্কের তালিকায় ‘আইপিক্যামেরা’ বা এ ধরনের নাম আছে, তাহলে এই বাসায় ক্যামেরা থাকার সম্ভাবনা আছে বলে ধরে নিতে পারেন।
বিডি/এন