যেভাবে গুগল ড্রাইভ থেকে ডিলিট ফাইল খুঁজে পাবেন

যেভাবে গুগল ড্রাইভ থেকে ডিলিট ফাইল খুঁজে পাবেন

প্রযুক্তি ডেস্ক

Published : ১৫:২৮, ২৬ নভেম্বর ২০২৪

তথ্য সংরক্ষণের জন্য আমরা অনেকেই গুগল ড্রাইভ ব্যবহার করে থাকি। তবে অনেক সময় ড্রাইভে থাকা অনেক ফাইল ভুলে বা অন্য কোনো কারণে তা মুছে ফেলি বা হারিয়ে যায়। যেখানে অনেক প্রয়োজনীয় তথ্য বা ফাইল হারিয়ে ফেলি।

তবে চিন্তার কোনো কারণ নেই। কিছু ধাপ মেনে চললেই হারিয়ে যাওয়া ফাইল সহজেই ফিরে পাবেন। চলুন গুগল ড্রাইভ থেকে মুছে ফেলা ফাইল উদ্ধারের পদ্ধতি জেনে নেওয়া যাক-

মুছে ফেলা ফাইল উদ্ধারের জন্য প্রথমে গুগল ড্রাইভ অ্যাপে প্রবেশ করে বাঁ দিকের ওপরে থাকা তিন লাইনের মেনুতে ট্যাপ করতে হবে। এরপর প্রদর্শিত অপশনগুলো থেকে ‘বিন’ অপশনটি নির্বাচন করতে হবে। এখানে সর্বশেষ ৩০ দিনের মধ্যে মুছে ফেলা ফাইলের তালিকা পাওয়া যাবে।

এবার যে ফাইলটি ফিরিয়ে আনতে চান, সেটির পাশে থাকা তিনটি ডট চিহ্নে ট্যাপ করে ‘রিস্টোর’ অপশনটি নির্বাচন করলেই ফাইলটি আগের অবস্থানে ফিরে আসবে।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement