ভারত থেকে এলো ২৭ হাজার টন চাল

ভারত থেকে এলো ২৭ হাজার টন চাল

নিজস্ব প্রতিবেদক

Published : ২১:৫৬, ১১ জানুয়ারি ২০২৫

ভারত থেকে আমদানি করা প্রায় ২৭ হাজার টন চাল জাহাজে করে আজ রাত ৭টা ১৫ মিনিটে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। শনিবার (১১ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারতের অন্ধ্রপ্রদেশের কাকিনাডা বন্দর থেকে ২৬ হাজার ৯৩৫ টন চাল নিয়ে এমবি এসডিআর ইউনিভার্স জাহাজটি রাত ৭টা ১৫ মিনিটে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ভারত থেকে আমদানি করা চালের দ্বিতীয় চালান।

খাদ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, জাহাজে থাকা চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে দ্রুত খালাসের কাজ শুরু হবে। এজন্য ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement