৫ মাস পর পেঁয়াজ রপ্তানির শুল্ক তুললো ভারত

Published : ১২:৫৯, ২৩ মার্চ ২০২৫
চলতি বছরের ১ এপ্রিল থেকে পেঁয়াজ রপ্তানির ওপর আরোপিত ২০ শতাংশ শুল্ক প্রত্যাহার করবে ভারত। শনিবার (২২ মার্চ) ভারত সরকার এই সিদ্ধান্তের কথা জানায় দেশটির সরকার। খবর: রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, গত প্রায় পাঁচ মাস ধরে দেশটিতে পেঁয়াজ রপ্তানিতে নানা বিধিনিষেধ, যেমন ন্যূনতম রপ্তানি মূল্য নির্ধারণ ও সরাসরি নিষেধাজ্ঞা জারি ছিল। মূলত, দেশীয় বাজারে সরবরাহ নিশ্চিত করতেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছিল। ২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর থেকে পেঁয়াজ রপ্তানির ওপর ২০ শতাংশ শুল্ক কার্যকর ছিল।
ভারত সরকার জানিয়েছে, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি ভোক্তাদের জন্য পেঁয়াজের মূল্য স্থিতিশীল রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, শুল্ক প্রত্যাহারের ফলে আন্তর্জাতিক বাজারে ভারতের পেঁয়াজ রপ্তানি বৃদ্ধি পাবে এবং প্রতিবেশী দেশগুলোতেও এর সরবরাহ বাড়বে।
উল্লেখ্য, বাংলাদেশে গত কয়েক বছরে পেঁয়াজের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হচ্ছে, যার ফলে ভারত থেকে আমদানির প্রয়োজন কমেছে। এতে ভারতের কৃষকরা বিপাকে পড়েছেন। কারণ বাংলাদেশ অন্যতম প্রধান ক্রেতা হওয়ায় তাদের রপ্তানি কমে গেছে।
এনই