সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানি করবে সরকার

সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানি করবে সরকার

বাণিজ্য ডেস্ক:

Published : ২২:২০, ১১ ডিসেম্বর ২০২৪

সিঙ্গাপুর থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে মোট ব্যয় হবে ৭০৮ কোটি ৫৬ লাখ টাকা।

বুধবার (১১ ডিসেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি আমদানি করবে সরকার। এতে মোট ব্যয় হবে ৭০৮ কোটি ৫৫ লাখ ৯৪ হাজার ৮৮০ টাকা।
 
পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮-অনুসরণে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে সিঙ্গাপুরের ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড থেকে এক কার্গো (৪-৫ জানুয়ারি ২০২৫ সময়ের জন্য ১ম) এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

এতে ব্যয় হবে ৭০৮ কোটি ৫৫ লাখ ৯৪ হাজার ৮৮০ টাকা (ভ্যাট ও ট্যাক্সসহ)। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১৫.০২০০ মার্কিন ডলার।

এছাড়া বৈঠকে ভোজ্যতেল, সার, মসুর ডাল ও জ্বালানি তেল ক্রয় অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় কমিটি।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement