এবার পাকিস্তানের সেই জাহাজ যা নিয়ে এলো
Published : ১৬:০৯, ২২ ডিসেম্বর ২০২৪
পাকিস্তানের করাচি থেকে ২য়বারের মতো বাংলাদেশে এসে পৌঁছেছে ‘এমভি ইউয়ান জিয়াং ফা ঝং’ নামের কনটেইনার জাহাজটি। এতে এসেছে পরিশোধিত চিনি ও খনিজ পদার্থ ডলোমাইট। শনিবার (২১ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।
জানা গেছে, প্রথমবার জাহাজটি নিয়ে এসেছিল ৩৭০ টিইইউএস কনটেইনার। এবার ৬৮৮ টিইইউএস কনটেইনার নিয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছেছে।
জাহাজটিতে এবার পাকিস্তান থেকে সবচেয়ে বেশি এসেছে পরিশোধিত চিনি। মোট ২৮৫ কনটেইনারে ১ লাখ ৪৮ হাজার ২০০ ব্যাগে প্রায় সাড়ে ৭ হাজার টন চিনি আনা হয়েছে। চিনির পর পাকিস্তান থেকে সবচেয়ে ১৭১ কনটেইনারে এসেছে কাচশিল্পের কাঁচামাল ডলোমাইট। এরপর ১৩৮ কনটেইনারে এসেছে কাচশিল্পের অরেকটি কাঁচামাল সোডা অ্যাশ।
এ ছাড়া মোট ৪৬টি কনটেইনারে কাপড়ের রোল এনেছে শতভাগ রপ্তানিমুখী পোশাক কারখানাগুলো। আলু আমদানি হয়েছে ১৮ একক কনটেইনারে। এ ছাড়া জয়পুরহাটের পিঅ্যান্ডপি ট্রেডিং ২০ কনটেইনারে আখের গুড় এনেছে। এসব পণ্যের পাশাপাশি পুরোনো লোহার টুকরা, রেজিন, থ্রি–পিস ইত্যাদি পণ্য আমদানি হয়েছে।
পাকিস্তান ছাড়াও সংযুক্ত আরব আমিরাত থেকে খাদ্যপণ্য, খেজুর, লুব অয়েল, যন্ত্রাংশ ইত্যাদি আনা হয়েছে। আমিরাত থেকেও ১০ কনটেইনার চিনি আমদানি করা হয়েছে।
বিডি/এন