ঢাকায় বিনিয়োগ সম্মেলনে আসছেন ইলন মাস্ক!
Published : ০০:৫৭, ২৫ ডিসেম্বর ২০২৪
ঢাকায় একটি আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে ২০২৫ সালের এপ্রিলে। সরকারের দায়িত্বশীল সূত্রের দাবি, এই সম্মেলনে টেসলা ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা বিশ্বখ্যাত উদ্যোক্তা ইলন মাস্কের উপস্থিতি নিয়ে যথেষ্ট আশাবাদী তারা। ইতোমধ্যে তার জ্যেষ্ঠ নিরাপত্তা উপদেষ্টা ঢাকায় এসে পরিদর্শন করেছেন। দৈনিক মানবজমিনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি ইলন মাস্ক ৪০ হাজার কোটি বা ৪০০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি সম্পদের মালিক হয়ে বিশ্ব অর্থনীতির ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করেছেন। তার প্রতিষ্ঠান টেসলা ও স্পেসএক্সের অসাধারণ সাফল্য তাকে বিশ্বের শীর্ষ ধনী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
বিনিয়োগ সম্মেলনটি এপ্রিলের প্রথমার্ধে অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। তিন দিনব্যাপী এই সম্মেলনের প্রস্তুতিতে ইতোমধ্যে গতি এসেছে। এটির মূল আয়োজনের দায়িত্বে রয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। তবে, সরকারের বিভিন্ন পর্যায় সম্মেলনের সফল বাস্তবায়নে সহায়তা করবে। নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের মতামত নিয়ে এমন সময়সূচি নির্ধারণ করা হয়েছে, যা অন্তর্বর্তী সরকারের কাজ বা তার অন্য কর্মসূচিতে কোনো প্রভাব ফেলবে না।
সম্মেলনে ইলন মাস্ক ছাড়াও আমন্ত্রণ জানানো হতে পারে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসনের মতো বিশ্বখ্যাত ধনীদের। বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণে তাদের উপস্থিতি নিশ্চিত করতে ড. মুহাম্মদ ইউনূসের গুড অফিস ব্যবহারের পরিকল্পনা করছে বিডা।
ইলন মাস্কের রাজনৈতিক ভূমিকা নিয়ে আলোচনাও চলছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডনাল্ড ট্রাম্পের বিজয়ে মাস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নতুন প্রশাসনের এআই নীতি নির্ধারণী কমিটিতে মাস্কের সহযোগী ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণাণ অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন।
উল্লেখ্য, অতীতে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন আয়োজন করলেও সেগুলো কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারেনি। তবে এবারের আয়োজন নিয়ে সরকারের প্রত্যাশা অনেক বেশি। ৫৩ বছরের ইতিহাসে এটি হতে পারে দেশের সেরা বিনিয়োগ সম্মেলন।
এনই