গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের কাছাকাছি আবু রায়হান

Published : ০১:১১, ২৭ এপ্রিল ২০২৫
বাংলাদেশের তরুণ সাইক্লিস্ট ও ম্যারাথন দৌড়বিদ আবু রায়হান এবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার পথে। Longest Staple Chain in the World- শিরোনামে তিনি একটি স্টাপেল শিকল তৈরি করেছেন যার দৈর্ঘ্য ১৯৯৩.০৯ মিটার। বর্তমান বিশ্বরেকর্ডটি ১৯১৭.৭৮ মিটার দৈর্ঘ্যের অর্থাৎ আবু রায়হান তার তৈরিকৃত শিকলের মাধ্যমে সেটিকে ছাড়িয়ে গেছেন।
এর আগেও আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের অনেক ম্যারাথন এবং দেশব্যাপী সাইক্লিং ইভেন্টে অংশ নিয়েছেন আবু রায়হান। বিশেষ করে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সাইকেল চালিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করেছে নতুন চ্যালেঞ্জ নিতে।
এই রেকর্ড গড়ার পেছনে একার প্রচেষ্টা নয় বরং ছিল বন্ধুদের আন্তরিক সহযোগিতা। শিকলটি পরিমাপের সময় তার পাশে ছিলেন বন্ধু ফেরদৌস, হাসান, রাইসুল ও লামিয়া। এছাড়া এই বিশাল দৈর্ঘ্যের শিকলটি পরিমাপ করার জন্য প্রয়োজনীয় স্থান ও সহায়তা দিয়েছে নাজিরপুর সরকারি টেকনিক্যাল কলেজের কর্তৃপক্ষ- যাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রায়হান।
নিজের অর্জন সম্পর্কে আবু রায়হান বলেন, “আমি সবসময়ই নতুন কিছু করতে ভালোবাসি। রেকর্ড গড়ার পেছনে মূল প্রেরণা ছিল নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা। আমি চাই, বাংলাদেশের তরুণরা যেন স্বপ্ন দেখতে ভয় না পায়।”
পাঠ্যপুস্তকের বাইরেও বই পড়া ও ভ্রমণপ্রেমী রায়হানের লক্ষ্য কেবল রেকর্ড ভাঙা নয়—তরুণ সমাজকে স্বপ্ন দেখাতে উৎসাহ দেওয়া।
বর্তমানে রেকর্ডের স্বীকৃতির জন্য প্রক্রিয়াধীন রয়েছে গিনেস কর্তৃপক্ষের যাচাই-বাছাই। আবু রায়হান আশা করছে, খুব শিগগিরই তার এই সাফল্য বিশ্ব মঞ্চে স্বীকৃতি পাবে এবং বাংলাদেশের নাম আরও একবার গর্বের সঙ্গে উচ্চারিত হবে।
এনই