ফের পর্যটকদের পদচারণায় মুখর রাঙামাটি

ফের পর্যটকদের পদচারণায় মুখর রাঙামাটি

জেলা প্রতিনিধি

Published : ২১:৪৩, ১ নভেম্বর ২০২৪

রাঙামাটিতে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ফের পর্যটকদের পদচারণা শুরু হয়েছে। মুখর হয়ে উঠছে জেলা সদরসহ আশপাশের পর্যটন কেন্দ্র ও স্পটগুলো। এক মাস পর বৃহস্পতিবার রাঙামাটিতে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিতকরণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে জেলা প্রশাসন। এতে শুক্রবার থেকে পর্যটকের আগমন শুরু হয়েছে। এছাড়া খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলায় ৫ নভেম্বর থেকে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে বলে জানা গেছে।

সম্প্রতি পাহাড়ে ঘটে যাওয়া সহিংসতা ঘটনার পর পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এবং সম্ভাব্য যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রথমে ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর রাঙামাটি এবং পরবর্তীতে ৮-৩১ অক্টোবর ৩ পার্বত্য জেলায় ভ্রমণের ওপর নিরুৎসাহিত করে প্রশাসন।

পরিস্থিতি উন্নতির দিকে চলে আসায় রাঙামাটি জেলায় নির্দেশনাটি তুলে নেওয়া হয়েছে বলে জানিয়ে জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান বলেন, ইতোমধ্যে রাঙামাটির আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। নিরাপত্তার বিষয়ে এখন আর তেমন কোনো সমস্যা নেই। তাই পর্যটকদের জন্য নিরুৎসাহিতকরণ নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে। এখন আগের মতো রাঙামাটি জেলাব্যাপী ভ্রমণ করতে পারবেন পর্যটকরা।

এদিকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় পর্যটকদের রাঙামাটি ভ্রমণে ব্যাপক সাড়া পড়ছে। কর্মক্ষেত্রে উৎসাহ ও উদ্দীপনা ফিরছে সরকারি পর্যটন মোটেলসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর। সরকারি মোটেলসহ বিভিন্ন আবাসিক হোটেলে ফোনে অগ্রিম বুকিং করা হচ্ছে কক্ষ।

রাঙামাটি পর্যটন মোটেল ও হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, নিরুৎসাহিতকরণ নির্দেশনার ফলে এতদিন রাঙামাটি ছিল পর্যটকশূন্য। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন পর্যটকদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন জায়গা থেকে ফোনে অগ্রিম কক্ষ বুকিং দেওয়া হয়েছে। শুক্রবার সকাল থেকে পাশের জেলা চট্টগ্রামসহ বিভিন্ন জায়গা থেকে রাঙামাটিতে পর্যটকদের পদচারণা ঘটছে। এখন থেকে সামনে রাঙামাটিতে পর্যটকদের সমাগম ঘটলে অতীতের আর্থিক ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব হবে। আমরা পর্যটকদের সেবা দিতে প্রস্তুত রয়েছি।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement