ভিসা ছাড়াই চীন যেতে পারবে যেসব দেশের নাগরিক
Published : ১৪:১৮, ২ নভেম্বর ২০২৪
আগামী ৪ নভেম্বর থেকে ৯টি দেশের নাগরিকদের ভিসা ছাড়াই চীনে যাওয়ার অনুমতি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
দেশগুলো হলো- দক্ষিণ কোরিয়া, নরওয়ে, ফিনল্যান্ড, স্লোভাকিয়া, ডেনমার্ক, আইসল্যান্ড, অ্যান্ডোরা, মোনাকো ও লিচেনস্টাইন।
গতকাল এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর।
বিশেষ এই সুবিধায় চীনে যাওয়া এই ৯টি দেশের নাগরিকরা ১৫দিন দেশটিতে অবস্থান করতে পারবেন। যেখানে তারা ব্যবসা, পর্যটন ও পারিবারিক কাজ সারতে পারবেন। চীনের এই ভিসা নীতিটি আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ সাল পর্যন্ত কার্যকর থাকবে বলেও জানা গেছে।
চীন ক্রমাগত বহির্বিশ্বের রাজনীতিতে নিজের অংশগ্রহণ বাড়াচ্ছে। সেই সঙ্গে অর্থনৈতিক সম্প্রসারণ বাড়িয়েছে। সারা দুনিয়া ব্যবসা করে যাচ্ছে। যুক্তরাষ্ট্রকে টেক্কা দিয়ে অর্থনৈতিক সুপার পাওয়ার হওয়ার বাসনা তাদের।
বিডি/ও