হোটেলে সাদা চাদর কেন থাকে
Published : ২২:১৪, ১৬ নভেম্বর ২০২৪
কোথাও বেড়াতে গেলে হোটেল তো ভাড়া করতেই হয়। আর হোটেলের ক্ষেত্রে ঘরের পরিচ্ছন্নতা অনেক জরুরি। বিছানায় পাতা চাদর, তোয়ালে কিংবা অন্য কোথাও যেন নোংরা না থাকে তা একবার খেয়াল রাখা দরকার। অধিকাংশ হোটেলের চাদরই থাকে সাদা। প্রশ্ন হচ্ছে, সাদা রঙটাই তো সহজে ময়লা হয়। তাহলে কেন সাদা রঙের কিছু বেছে নেন হোটেল কর্তৃপক্ষ। এর কি কোনো কারণ আছে?
হোটেলকর্মী মতে, হোটেলের ঘরের বিছানায় সাদা চাদর পাতার নানাবিধ কারণ রয়েছে। প্রথমত, সাদা রং পরিচ্ছন্নতা এবং বিশুদ্ধতার প্রতীক। তাছাড়া সাদা রং অতিথিদের মনে ইতিবাচক মনোভাব প্রভাব ফেলতেও সাহায্য করে।
১) দাগ সহজে চোখে পড়ে
সাদা রঙের জিনিসে দাগ লাগলে তা সহজে চোখে পড়ে। দাগ একবার শনাক্ত হলে দ্রুত পরিষ্কার করার ব্যবস্থা করা যায়। রঙিন চাদর, বালিশের খোল বা তোয়ালেতে দাগ লাগলে চট করে তা চোখে পড়ে না।
২) হোটেলের ঘর আরও উজ্জ্বল দেখায়
সাদা রঙের চাদর, বালিশ থাকলে হোটেলের ঘরগুলিকে আরও উজ্জ্বল দেখানো। সাদা রঙের আলোর প্রতিফলন সবচেয়ে বেশি হয়। তাই ঘরের আসল মাপের চেয়ে তা একটু হলেও বড় দেখায়।
বিডি/এন