কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু

কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু

কক্সবাজার প্রতিনিধি

Published : ১২:৫৮, ১ ডিসেম্বর ২০২৪

৬২০ পর্যটক নিয়ে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু। রোববার (১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটি ঘাট থেকে বার আউলিয়া নামক জাহাজটি ছেড়ে যায়। সন্ধ্যা নাগাদ জাহাজটি দ্বীপে পৌঁছার কথা রয়েছে।

ট্রাভেল পাস নিয়ে ধোঁয়াশার মধ্যে থাকলেও দীর্ঘ প্রতিক্ষার পর দ্বীপে যাত্রা করতে পেরে বেশ আনন্দিত পর্যটকরা। তারা বলছেন, পরিবেশ রক্ষায় সরকারের ঘোষিত বিধিনিষেধগুলো তারা প্রতিপালন করবেন।

সেন্ট মার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকেদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বিষয়টি নিশ্চিত করে জানান, আজ প্রথমদিনে ৬২০ জন যাত্রী নিয়ে বার আউলিয়া জাহাজটি সেন্টমার্টিনের উদ্দেশ্য রওনা হয়েছে। ফলে পর্যটকদের স্বস্তির পাশাপাশি পর্যটন সংশ্লিষ্টদের মুখে হাসি ফুটেছে।

এমভি বার আউলিয়া কর্তৃপক্ষ জানান, দ্বীপের মানুষ আক্রমণাত্মক আচরণ থেকে সরে এসেছেন। তারা আজকে মৌন প্রতিবাদ হিসেবে কালো ব্যাজ ধারণ করবে, সেই সঙ্গে পর্যটকদের ফুল দিয়ে বরণ করে নিবে। প্রশাসনও বলছে, আইনশৃঙ্খলা বিঘ্নিত হয় এমন ঘটনা যাতে না ঘটে সেজন্য তারা সজাগ আছে।

সম্প্রতি নাফ নদীতে ডুবোচর জেগে ওঠার কারণে নাব্যতার সংকট এবং মিয়ানমার সীমান্তে গোলাগুলির কারণে নাফনদী অনিরাপদ হয়ে ওঠায় নিরাপত্তার কারণে আপাতত টেকনাফ থেকে জাহাজ চলাচলের অনুমতি দেয়া হচ্ছে না। পরবর্তীতে সেন্টমার্টিনে পর্যটন নিয়ন্ত্রণে সরকার গঠিত কমিটির প্রথম সভায় গত ২৬ নভেম্বর রাতে শুধু কক্সবাজার শহর থেকে জাহাজ চলাচল করবে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দীর্ঘ নয় মাসের বেশি সময় বন্ধ থাকার পর কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হয়েছে।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement