মাথার ওপর যে কারণে সাদা মুরগি তুলে ধরেন ইহুদিরা

মাথার ওপর যে কারণে সাদা মুরগি তুলে ধরেন ইহুদিরা

আন্তর্জাতিক ডেস্ক:

Published : ১৬:১১, ২৪ অক্টোবর ২০২৪

আল্ট্রা-অর্থোডক্স ইহুদি অধ্যুষিত অন্যতম একটি এলাকা হচ্ছে জেরুজালেমের মিয়া শিরিম। সেখানে এ সম্প্রদায়ের লোকেরা তাদের শত বছরের রীতি কাপারোট পালন করেন। গত বছরের সেপ্টেম্বরেও তারা কাপারোট পালন করেছেন। 

এ রীতি পালন করার জন্য দরকার সাদা মুরগি। শিজোলি নামে ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে দেখা যায়, এক দোকানে কিছু লোক সাদা মুরগি কিনছেন। এরপর ওই মুরগি তারা মাথার উপর তুলে ধরছেন।   

অর্থোডক্স ইহুদিদের বিশ্বাস, সারা বছর ধরে তারা যে পাপ করেছেন, মুরগিকে মাথার ওপর তুলে ধরে দোলালে পাপ মুরগিতে চলে যাবে এবং এভাবেই তারা পাপমুক্ত হবেন। 

এ রীতি পালন করার পর কোশের নিয়ম মেনে সেগুলোকে জবাই করা হয়। ওই চ্যানেলে বলা হয়েছে, জবাই করার পর মুরগিগুলো বেশিরভাগ সময় দান বা দুস্থ শিশুদের মাঝে বিলিয়ে দেওয়া হয়। 

ইহুদিদের বর্ষপঞ্জিতে সবচেয়ে পবিত্র দিন ইয়োম কিপ্পুর বা অনুশোচনার দিন। তার সঙ্গে মিল রেখেই এ কাপারোট রীতি পালন করা হয়। 

তবে সাম্প্রতিক বছরগুলোতে অর্থোডক্স সম্প্রদায়ের সিরিয়র ধর্মগুরুরা এ রীতি পালনে কিছু পরিবর্তন আনতে চাইছেন। তারা মাথার ওপর মুরগি তুলে দোলানোর পরিবর্তে টাকা নাড়ানোর পরামর্শ দিয়েছেন।

এর কারণ হিসেবে বলা হয়েছে, নতুন এই নিয়ম চালু হলে আর্থিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠী যেমন লাভবান হবে, তেমনি অনুশোচনাও অনেক বেশি কার্যকর হবে।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement