মহিষের বীর্য বিক্রি করে মাসে আয় ৭ লাখ, জেনে নিন দাম
Published : ০১:৪৪, ১৬ নভেম্বর ২০২৪
হরিয়ানার কালো রঙের একটি মহিষ ভারতের কয়েকটি কৃষি মেলায় ঝড় তুলছে। আনমোল নামের ১ হাজার ৫০০ কেজির এই মহিষটির দাম ২৩ কোটি রুপি পর্যন্ত উঠেছে। তবে তা সত্ত্বেও এটিকে বিক্রি করবেন না তার মালিক। কারণ মহিষটির বীর্য বিক্রি করেই মাসে ৫ লাখ রুপি (বাংলাদেশি টাকায় ৭ লাখ) আয় করছেন তিনি। শক্তি, সামর্থ্য এবং আকারের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচিত হচ্ছে মহিষটি।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক প্রতিবেদনে জানায় এ তথ্য।
মহিষটির খাবার-দাবারও রাজকীয়। মহিষটির মালিক গিল এটির খাবারের পেছনে প্রতিদিন দেড় হাজার রুপি খরচ করেন। তার খাবার তালিকায় রয়েছে ড্রাই ফ্রুট, উচ্চ ক্যালরিযুক্ত খাবার। মহিষটি প্রতিদিন ২৫০ গ্রাম বাদাম, ৩০টি কলা, ৪ কেজি ডালিম, ৫ কেজি দুধ এবং ২০টি ডিম খায়। এছাড়া এটিকে খেতে দেওয়া হয় অয়েল কেক, সবুজ পশুখাদ্য, ঘি, সয়াবিন ও ভুট্টা। এসব খাবার খাওয়ায় বিভিন্ন মেলা ও প্রজননের জন্য সবসময় প্রস্তুত থাকতে পারে মহিষটি।
এছাড়া মহিষটিকে প্রতিদিন দুইবার গোসল করানো হয়। গোসল শেষে বাদাম ও সরিষার তেল মেখে দেওয়া হয় শরীরে। আনমল নামের এই মহিষটির মা দিনে ২৫ লিটার দুধ দিত।
মহিষটির এত দাম হওয়ার মূল কারণ হলো এটির বীর্য। সপ্তাহে দুইবার এটির বীর্য সংগ্রহ করা হয়। আর ব্রিডারদের কাছে এগুলো বিক্রি করে প্রতিমাসে আয় হয় ৪ থেকে ৫ লাখ রুপি।
মহিষটির সৌন্দর্য্য দেখে এটির দাম ২৩ কোটি রুপি পর্যন্ত উঠেছিল। তবে এটিকে বিক্রির কোনো ইচ্ছে গিলের নেই। কারণ মহিষটিকে তিনি তার পরিবারের সদস্য হিসেবে দেখেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
বিডি/এন