এক ডিমের দাম ৩০ হাজার টাকা!

এক ডিমের দাম ৩০ হাজার টাকা!

নিজস্ব প্রতিবেদক

Published : ০১:২০, ২৫ ডিসেম্বর ২০২৪

ডিম তো সহজেই মেলে। কিন্তু সম্পূর্ণ গোল আকৃতির ডিম শুধু দুর্লভ নয়, অতি দুর্লভ। জেনে অবাক হবেন- এমনই একটি ডিম পেয়েছেন যুক্তরাজ্যের বার্কশায়ারের ল্যামবর্নের এক বাসিন্দা।

অতি দুর্লভ ডিমটি ১৫০ পাউন্ড দিয়ে কিনেছেন ল্যামবর্নের এড পাওনেল নামের বাসিন্দা। পরে অবশ্য ডিমটি তিনি দান করে দিয়েছেন ইউভেন্টাস ফাউন্ডেশন নামে একটি জনসেবামূলক সংস্থায়।

শেষ পর্যন্ত অতি দুর্লভ ডিমটি নিলামে বিক্রি হয়েছে ২০০ পাউন্ডে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার টাকার সমান। তথ্যসূত্র: দ্য ইকোনোমিক টাইমস।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement